আগামীকাল কালিহাতীতে শুরু হচ্ছে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
৭ টি জেলার অংশগ্রহণে টাঙ্গাইলের কালিহাতীতে আগামীকাল থেকে শুরু হচ্ছে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২২।
কালিহাতী উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারীর সার্বিক তত্ত্বাবধানে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার (২১ ডিসেম্বর) দুপুর দুইটায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আনছার আলী বি.কম এ টূর্ণামেন্টের উদ্বোধন করবেন।
জানা যায়, এ টুর্নামেন্টে টাঙ্গাইল জেলাসহ মোট ৭ টি জেলার ফুটবল টিম অংশগ্রহণ করবেন। তাদের মধ্যে রয়েছে- সিরাজগঞ্জ উল্লাপাড়া ইয়াং স্টার ফুটবল ক্লাব, মানিকগঞ্জের ঘিওর উপজেলা ক্রীড়া সংস্থা, গাজীপুর ভাওয়াল মির্জাপুর ফুটবল একাদশ, বগুড়া রণবীর পালা ফুটবল একাডেমী, ঢাকা আয়াত আয়শা ফুটবল ক্লাব, টাঙ্গাইলের ধনবাড়ী ফুটবল একাডেমী, রাজশাহী জিগরাপাড়া শেখ রাসেল স্মৃতি ফুটবল একাডেমী ও টাঙ্গাইলের মধুপুর আদিবাসী ফুটবল একাদশ।
আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হুসেইনের সভাপতিত্বে ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ হোসেন, টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন (লিল্টু), কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান ও কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার প্রমুখ। টুর্নামেন্টের পরিচালনার দায়িত্বে থাকবেন কালিহাতী উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মাসুদ ভূইয়া।
উল্লেখ্য, টূর্ণামেন্টের প্রতিটি খেলাই কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠেই অনুষ্ঠিত হবে।