শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :
শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ শুক্রবার
শুক্রবার মাউন্ট মঙ্গানুইতে উদ্বেধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল। বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি। পরদিনই ডানেডিনে বাংলাদেশের নারীরা মিশনে নামবে। প্রথম ম্যাচে খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়। একই দিন সকাল ৭টায় হ্যামিল্টনে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও চারবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড নারী দল। বর্তমান চ্যাম্পিয়ন ইংলিশ ও অজিরা এবারো ফেভারিট। তবে ঘরের মাঠে এবার নিউজিল্যান্ডও শিরোপাপ্রত্যাশী।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের ১২তম এই আসরটি এবার বসতে যাচ্ছে তাসমান সাগর পাড়ের দেশ নিউজিল্যান্ডে। আট দলের এই আসরটি বাংলাদেশ নারী ক্রিকেট দলের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। কেননা এবারই প্রথম নারী ওয়ানডে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে নিগার-সালমারা।
কভিডের প্রকোপে জিম্বাবুয়েতে মাঝপথে বাতিল হয় ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। সেটাই আশীর্বাদ হয়ে আসে বাংলাদেশের নারী ক্রিকেটারদের জন্য। আইসিসি র্যাংকিংয়ে শীর্ষ আটের মধ্যে থাকায় বাংলাদেশের সুযোগ মিলেছে বিশ্বকাপে খেলার।
ইংলিশ মার্ক অ্যান্ড্রু রবিসনের নেতৃত্বে প্রথম বিশ্বকাপে ভালো কিছু উপহার দিতে মুখিয়ে শিষ্যরা। ক’দিন আগেই অধিনায়ক নিগার সুলতানা বলেছেন, আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে খেলা আমাদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন পূরণ। তিনটি টি২০ বিশ্বকাপ খেললেও আমরা কখনো ওয়ানডে বিশ্বকাপে খেলিনি। তাই আমরা খুব শিহরিত ও এই বিশাল মঞ্চে আমরা পারফর্ম করতে অধীর। আমরা এই সুযোগের সর্বোচ্চটা ব্যবহার করতে চাই। এটি আমাদের জন্য একটি বিশাল সুযোগ।
জ্যোতির দলে আছেন অভিজ্ঞ সালমা খাতুন, রুমানা আহমেদ ও জাহানারা আলম। বাছাইপর্বে দুর্দান্ত ব্যাটিং করা মুর্শিদা খাতুন ও ফারজানা হক অপেক্ষায় আছেন দলকে ভালো কিছু উপহার দিতে।
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।