শীর্ষ নিউজ ২৪ ডটকম এর চুয়াডাঙা প্রতিনিধির পিতার ইন্তেকাল, দাফনে জনতার ঢল

শীর্ষ নিউজ ২৪ ডটকম এর চুয়াডাঙা প্রতিনিধির পিতার ইন্তেকাল, দাফনে জনতার ঢল।

চুয়াডাঙা প্রতিনিধি মনিরুজ্জামান: শীর্ষ নিউজ ২৪.কম
দেশের প্রথম শ্রেনীর নিউজ পোটাল শীর্ষ নিউজ ২৪ডটকম এর চুয়াডাঙা জেলা ও দৈনিক ইত্তেফাক পত্রিকার দামুড়হুদা প্রতিনিধি মনিরুজ্জামান ধীরুর বাবা অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেন (৮৪) বুধবার বিকাল চারটায় চুয়াডাঙার দর্শনা আকন্দবাড়িয়া নিজ গ্রামে ইন্তেকাল করেছেন(ইন্না——-রাজেউন)
মৃত্যু কালে ৫ছেলে ১ মেয়ে স্ত্রী সহ বহু গুন গ্রাহি রেখে গেছেন।ঐদিন রাত ১০ টায় জানাজা শেষে গ্রামের গোরস্হানে দাফন কাজ সম্পন্ন করা হয়।জানাজা নামাজে চুয়াডাঙা জেলা পরিষদ চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামীলী সভাপতি মাহফুজুর রহমান মন্জু,দর্শনা পৌরমেয়র আতিয়ার  রহমান, হাবু,,হিন্দোল সাংস্কৃতিক সংগঠনের
পরিচালক রসায়নবিদ আনসার আলি, স্টার ইটভাটা প্রাইভেট লিমিটেড এর ব্যাবস্হাপনা পরিচালক হাজী ইদরিস আলি, দর্শনা থানার ওসি ফেরদৌস ওয়াহিদ,চুয়াডাঙা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী, গন উন্নয়ন গ্রন্হাগারের পরিচালক আবু সুফিয়ান সহ
সকল রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ  উপস্হিত থেকে দাফন কার্যে অংশ নেয়।উল্লেখ প্রয়াত তোফাজ্জল হোসেন ৬০এর দশকে ইন্টার স্কুল ফুটবল, হাই জাম্প লং জাম্প,  দীর্ঘ জাম্প ও দৌড়ে বিভাগীয় প্রধান হিসেবে ক্ষ্যাতি অর্জন করেন।
তিনি ১৯৪৬ সালে জন্ম গ্রহন করার পর ১৯৬১ সালে মেট্রিকুলেশন পাস করেন।১৯৭১ সালে দেশ মাতৃকায় দেশ স্বাধীন করতে সহ যোগী মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নিলেও তালিকাভুক্ত হননি।পাক বাহিনীকে হটিয়ে দেশ স্বাধীন হয়েছে এটাই তার বড় শান্তনা ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *