রংপুরে সুবিধা বঞ্চিত পরিবারের ৩৩৮৯ জন শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
বার্তা সম্পাদকঃ এম,মিরু সরকার
রংপুরে সুবিধা বঞ্চিত পরিবারের ৩৩৮৯ জন শিশুকে ওর্য়াল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার নগরীর সাতগাড়া মিস্ত্রীপাড়ায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রংপুর এরিয়া প্রোগ্রাম অফিস এর ভারপ্রাপ্ত ম্যানেজার লিন্ডা দফো’র সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ এস আর ফারুক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া কোন বিকল্প নেই। শিক্ষা ছাড়া কোন দেশ ও জাতি উন্নতি লাভ করতে পারে না। তাই তিনি সকল শিশুদের নিয়মিক পড়াশুনা করার প্রতি বেশি মনোযোগী হতে বলেন। শিশুদের অভিভাবকদের শিশুদের প্রতি সু-নজর দেয়ার আহবান জানান।
তিনি অভিভাবদের উদ্দেশ্যে বলেন শিশুদের সুরক্ষিত রাখতে হবে এবং নিয়মিত স্কুলে পাঠাতে হবে। কারণ বর্তমান সরকার এখন উপবৃত্তির আওতায় সকল শিশুদের সহায়তা প্রদান করছেন।
প্রধান অতিথি শিশুদের উদ্দেশ্যে বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত ২০১০ সাল হতে শিশুদের শিক্ষা নিশ্চিত করনের লক্ষ্য বছরের শুরুতে বিনামূল্যে বই উপহার প্রদান করে আসছে।
তিনি ওর্য়াল্ড ভিশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন সরকারের বই প্রদানের পাশাপাশি শিশুদের পড়াশুনায় আরো মনোযোগী করার জন্য খাতা, কলম ও পেন্সিল দেওয়ার জন্য।
এছাড়াও এই অনুষ্ঠানে আরও উপন্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার, জুলিয়ান বিশ্বাস, রানী রীটা কারগে স্পন্সরশীপ শিশু নিরাপত্তা অফিসার এপালো এম দাস, ইউএনডিসি সভাপতি ও এলাকার কর্মিবৃন্দ।
এম. মিরু সরকার
তাং- ২৮.০২.২০২২ইং