শিক্ষা প্রতিষ্ঠানের কাজে শিক্ষকদের অযাচিতভাবে হস্তক্ষেপ করলে সভাপতিকে ছাড় নয়”- শ্রীপুরে এমপি সবুজ

শিক্ষা প্রতিষ্ঠানের কাজে শিক্ষকদের অযাচিতভাবে হস্তক্ষেপ করলে সভাপতিকে ছাড় নয়”- শ্রীপুরে এমপি সবুজ।

আব্দুস সালাম রানা, নির্বাহী সম্পাদক:শীর্ষনিউজ ২৪

শিক্ষকদের ওপর অযাচিতভাবে হস্তক্ষেপ না করার জন্য স্কুলের সভাপতিদের হুঁশিয়ারি দিয়ে গাজীপুর-৩ আসনের সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ বলেন, “প্রধান শিক্ষকের পাশে বসে এমপিকে ফোন দিয়ে আলাপ করে শিক্ষকদের বুঝাতে চায় যে,সভাপতির সাথে এমপির ভালো সম্পর্ক। তাই সভাপতি যা বলে প্রধান শিক্ষক তা-ই মাথা নাড়িয়ে মেনে নিচ্ছেন। এটা করবেন না।

সবুজ বলেন, “আমি স্পষ্ট করে বলতে চাই, সভাপতি রাজনৈতিক বলয়ে প্রধান শিক্ষককে অযাচিতভাবে হয়রানি করলে কোনো ভাবেই তা মেনে নেওয়া হবে না। আমার কাছে এসব সভাপতির কোনো দাম নেই”।

স্কুলের দায়িত্ব সম্পর্কে সভাপতিকে সর্তক করিয়ে দিয়ে এমপি সবুজ বলেন, “প্রত্যেক শিক্ষকই উচ্চতর ডিগ্রি নিয়ে স্কুলে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক বিবেচনায় আপনারা অনেকেই সভাপতি হয়েছেন। আপনাদের শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা সকলেরই জানা আছে। তাই উচু চেয়ারে বসে বসে শিক্ষকদের অন্যায় হস্তক্ষেপ করবেন না। প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট শিক্ষকদের। সভাপতি শুধু উনাদের সহযোগিতা করবেন”।

প্রধান শিক্ষকদের ঐক্যের আহবান জানিয়ে ইকবাল হোসেন সবুজ বলেন, আপনি যে যার মতাদর্শ নিয়ে চলেন কিন্তু ব্যক্তি আক্রোশে ঐক্য নষ্ট করবেন না। বৃহৎ স্বার্থে ঐক্যের বিকল্প নেই। আপনাদেরকেই নিজেদের মর্যাদা ধরে রাখতে হবে।

আপনারা সম্মানের জায়গায় আছেন বলেই এখনো সমাজ টিকে আছে। কিন্তু আপনাদের কতিপয়ের বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ উঠে তখন আমরা ব্যথিত হই এবং বিস্মৃত হই। শ্রীপুরকে মানবিক শহর গড়তে আপনাদের ভূমিকার বিকল্প নেই”।

শনিবার (২৭ মে) দুপুরে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার গ্রীনভিউ গলফ রিসোর্টে এ মিলনমেলায় এসব কথা বলেন সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।

শ্রীপুর উপজেলার মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা পরিবারের আয়োজনে বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের অনুষ্ঠিত মিলনমেলার প্রধান অতিথি ছিলেন তিনি। দিনব্যাপী এ মিলনমেলায় উপজেলার প্রায় ২’ হাজার শিক্ষক-শিক্ষিকাসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে মিলন মেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. শামসুল আলম প্রধান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা খানম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমীন,

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এফ এম নাসিম, উপজেলা আ’লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক অ্যা.হারুন উর রশিদ ফরিদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন, মহিলা বাস চেয়ারম্যান লুৎফুনাহার মেজবাহ প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক শফিকুল ইসলাম, শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান মনিরুল হাছান, লোহাগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান মিয়া,শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষক দিপু,

দৈনিক আমাদের সময় পত্রিকার শ্রীপুর প্রতিনিধি আব্দুল লতিফ,বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শ্রীপুর প্রতিনিধি মাহবুবর রহমান,যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি হুসাইন আলী বাবু, নাগরিক টিভির জেলা প্রতিনিধি আল আমীন, সময়ের আলো পত্রিকার প্রতিনিধি মাহমুদুল হাসান, প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *