শিক্ষামন্ত্রী ডা.দিপু মনি

আমরা খুশি মনে এই সিদ্ধান্ত নিয়েছি,ভাবার কোন কারণ নেই: শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি

প্রতিবেদকঃ জীবন চন্দ্র রায়

করোনা সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্যই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।। আমরা খুশি মনে এই সিদ্ধান্ত নিয়েছি, এমন কিছু ভাবার কারণ নেই। সংক্রমণ কমে আসলে শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দেয়া হবে।

শুক্রবার (২১ জানুয়ারি) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নতুন কারিকুলাম নিয়ে একটি পর্যালোচনা সভা শেষে এসব কথা বলেছেন। এসময় তিনি বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়ার পাশাপাশি টিকাদান কার্যক্রমও অব্যাহত থাকবে। এছাড়া এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি কোনো প্রভাব ফেলবে না। যথা-সময়েই ফলাফল প্রকাশ করা হবে বলে জানান তিনি।

শিক্ষা মন্ত্রী আরো বলেন, বন্ধের কারণে শিক্ষার্থী ঝরে পরার হার আশঙ্কাজনক হয়নি। আর অনলাইন ও অ্যাসাইনমেন্ট কার্যক্রম বন্ধের মধ্যেও চলবে বলে জানান শিক্ষামন্ত্রী। এসময় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ে উদ্ভুত পরিস্থিতি শিক্ষামন্ত্রী জানান, অনশনকারীদের সাথে তার কথা হয়েছে। এছাড়া তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে আলাপ করারও ইচ্ছা পোষণ করেছেন। তিনি বলেন, আলাপ করার পরই এই সংকট সমাধান হবে।

নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *