শয়নকক্ষ থেকে সেনাসদস্যের স্ত্রীর গলাকাটা লাস উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে শয়নকক্ষ থেকে সেনাসদস্যের স্ত্রীর গলাকাটা লাস উদ্ধার ।

মোবাশ্বের নেছারী নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম, শীর্ষনিউজ২৪.কম:

কুড়িগ্রামের উলিপুরে শয়নকক্ষ থেকে সেনাসদস্যের স্ত্রীর গলাকাটা লাস উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার (১৩আগষ্ট) সকালে উপজেলার পান্ডুল ইউনিয়নের ৩নং ওয়ার্ড তেলীপাড়া গ্রামে শয়নকক্ষ থেকে রোকাইয়া আকতার রিংকি (১৮) এর জবাই করা রক্তাক্ত লাস উদ্ধার করা হয়। সে ওই গ্রামের রেজাউল করিমের মেয়ে।

পুলিশ ও স্হানীয় সূএে জানাযায়, গত কয়েক মাস আগে রিংকির বিয়ে হয় উলিপুর মাঝবিল এলাকায়। স্বামী বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে চট্রগ্রামে কর্মরত। চারদিন হলো বাবার বাড়ীতে বেড়াতে আসে রিংকি। অন্যান্য দিন মায়ের সাথে থাকলেও মা নানা বাড়ীতে বেড়াতে যাওয়ায় রাতে একাই শুয়েছিল সে। মা বাবার ছারা ওই রাতে পিংকির দাদা,দাদী ও ছোট ভাই বাড়ীতে ছিল।

আজ সকালে অনেক ডাকাডাকির পর সারা না পেয়ে তার ভাই অন্য দরজা দিয়ে ডুকে গলাকাটা লাস দেখে চিৎকার দেয়। এতে এলাকার লোকজন এসে জড়ো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্হল থেকে গলাকাটা লাস উদ্ধার করে।

পান্ডুল ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

উলিপুর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) তামবিরুল ইসলাম জানান, লাসের সুড়তহাল রিপোর্টের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্হা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *