শবে বরাতের নামাজ কত রাকাত?
নিয়ম, নিয়ত ও দোয়া জেনে নিন!
আজকের আপনাদের সাথে শেয়ার করবো শবে বরাত নামাজের নিয়ম ও নিয়ত। শবে বরাতের নামাজ কত রাকাত ও ফজিলত সম্পর্কে। বিশ্বজুড়ে মুসলমানদের কাছে অন্যতম একটি পবিত্র রাত হলো শবে বরাতের রাত।
এই রাতে ধর্মপ্রান মুসলমানগন নামাজ, জিকির ও বিভিন্ন ইবাদত করে থাকে। আল্লাহ এর নৈকট্য ও ক্ষমা প্রাথর্নার আশার, সবাই নামাজ পড়ে, জিকির করে মোনাজাত করে।
আর এইজন্য আজ আমরা আপনাদের জন্য শবে বরাতের নামাজের নিয়ম সম্পর্কে জানাতে এসেছি।
শবে বরাত নামাজ কত রাকাত?
অনেকেই আছেন, যারা শবে বরাতের নামাজ কত রাকাত ও কীভাবে পড়তে হবে জানতে চান। সাধারণত শবে বরাতের নামাজ নফল। তাই এই নামাজ আর অন্য নামাজের মাঝে কোনো পার্থক্য নেই। এই রাত্রির নামাজে ভিন্ন কোনো পদ্ধতি মহানবী (সা.) অবলম্বন করেননি। স্বাভাবিক নিয়মে দুই রাকাত নফল নামাজের নিয়ত করে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যতটুকু পারেন পড়তে পারেন; সে ক্ষেত্রে ৮/১০/১২/১৪/১৬ বা আরও বেশি রাকাত হতে পারে।
এশার জামাতের পর সারারাত দুই রাকাত করে নফল নামাজ আদায় করা যায়। আর জীবনে কাজা হয়ে যাওয়া নামাজগুলো আদায়ের সুযোগ রয়েছে এই রাতে।
এ ছাড়াও পড়তে পারেন ‘সালাতুল তাসবীহ এর নামাজ। এই নামাজের অনেক ফজিলত রয়েছে। রাসুলুল্লাহ সালল্লাহু তা’আলা আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন নামাজ হলো উত্তম ইবাদত।
রাসুলুল্লাহ (সা.) বলেন, যে শাবানে ১ দিন রোজা রেখেছে, তাকে আমার সাফায়াত হবে। আরো একটি হাদিস শরীফে আছে যে, হুজুর সালল্লাহু তালা আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন, যে ব্যক্তি শাবানের ১৫ তারিখে রোজা রাখবে, তাকে জাহান্নামের আগুন ছোঁবে না।
শবে বরাতের নামাজের নিয়ম
শবে বরাতের নামাজের নিয়ম সম্পর্কে কোন বাধ্যতামূলক নিয়ম নেই। লাইলাতুল বরাত হচ্ছে আল্লাহ তাআলার নিকট এবাদত এর মাধ্যমে পূর্বের গুনাহের জন্য ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে পাপ কাজ থেকে মুক্ত থাকার জন্য আশ্রয় চাওয়া। আর তাই এই রাতে একজন মুসলিম তার সামর্থ্য অনুসারে এবাদত করতে পারবেন।
শবে বরাতের কোন নামাজের বাধ্যতামূলক রাকাত নেই। যে যত রাকাত পড়তে পারে সে ততো রাকাত পড়তে পারবে। তবে শবে বরাতের নামাজ হচ্ছে নফল নামাজ।
আর এই নামাজ দুই রাকাত করে নিয়ত করে পড়তে হয়।
শবে বরাতে নফল নামাজের নিয়ম হলো, অন্য নফল নামাজের মতোই দুই রাকাত করে নামাজ পড়া। প্রতি রাকাতেই সুরা ফাতেহার পর পবিত্র কোরআনের যে কোনো সুরা পড়া। এরপর যথানিয়মে রুকু-সিজদা করা এবং অন্য রুকনগুলো আদায় করা। এভাবে দুই রাকাত নামাজ শেষ করা।
দুই বা চার রাকাত নামাজ পড়ার পর কিছু সময় দোয়া-দরুদ, তাসবি-তাহলিল পড়া, জিকির করা, কোরআন তেলাওয়াত করা। এরপর আবার নামাজে দাঁড়ানো। নামাজের পর আবার জিকির-আজকার, কোরআন তেলাওয়াত, তাওবা-ইস্তেগফার করা, দীনি আলোচনা শোনা, কোরআন-হাদিসের ব্যাখ্যা পড়া ইত্যাদি।
শবে বরাতের নামাজের নিয়ত
নাওয়াইতুআন্ উছল্লিয়া লিল্লা-হি তাআ-লা- রাকআতাই ছালা-তি লাইলাতিল বারা-তিন্ -নাফলি, মুতাওয়াজ্জিহান ইলা-জিহাতিল্ কাবাতিশ্ শারীফাতি আল্লাহু আকবার।
বাংলায় নিয়ত করলে এই ভাবে করতে পারেন: ‘শবে বরাতের দুই রাকাত নফল নামাজ/ সালাত কিবলামুখী হয়ে পড়ছি, আল্লাহু আকবার।’
শবে বরাতের নামাজের সতর্কতা ২০২২
শবে বরাতের দোয়া
আপনারা সবাই যেকোনো ভাবে দোয়া পাঠ করতে পারেন শবে বরাতের নির্দিষ্ট কোন দোয়া উল্লেখ করা নেই। তাই আপনারা আপনাদের মত করে দোয়া পাঠ করতে পারবেন। কিন্তু আল্লাহর অনুগ্রহ লাভ করার জন্য আমরা আপনাদেরকে একটি দোয়া দিয়ে দিচ্ছি-
رَبِّ أَوْزِعْنِىٓ أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِىٓ أَنْعَمْتَ عَلَىَّ وَعَلٰى وٰلِدَىَّ وَأَنْ أَعْمَلَ صٰلِحًا تَرْضٰىهُ وَأَدْخِلْنِى بِرَحْمَتِكَ فِى عِبَادِكَ الصّٰلِحِينَ
শবে বরাতের এই দোয়াটি বাংলা উচ্চারণঃ রাব্বি আওঝি’নি আন আশকুরা নি’মাতাকাল্লাতি আনআমতা আলাইয়্যা ওয়া আলা ওয়ালিদাইয়্যা ওয়া আন আ’মালা সালেহাং তারদাহু ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন।’ (সুরা নামল : আয়াত ১৯)।
আল্লাহ আমাদের সবাইকে আজকের রাতে বেশি বেশি করে নফল ইবাদত ও আমল করার তৌফিক দান করুন। আমীন