শনাক্তের হার কমেছে করোনায়

শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জন মারা গেছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৩১ জনে।

 

গত একদিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত হার কমে ৯ দশমিক ৩১ শতাংশ হয়েছে। আগের দিন এই হার ১০ দশমিক ২৪ শতাংশ ছিল। সর্বশেষ এই হার ১০ শতাংশের নিচে ছিল গত ১২ জানুয়ারি।

 

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তারে চলতি বছরের শুরু থেকে দেশে আবার সংক্রমণ বাড়তে থাকে দ্রুত।

 

সরকারি হিসাবে এ পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন নয় হাজার ৯৮৮ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৭ লাখ ৩৭ হাজার ৮৫৪ জন সুস্থ হয়ে উঠলেন।গেল ৫ সপ্তাহ পর একদিনে কম রোগী শনাক্ত হয়েছে আজ। এর আগে সর্বশেষ ১১ জানুয়ারি দুই হাজার ৪৫৮ জনের সংক্রমণ ধরা পড়েছিল। আজ (১৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর জানায় গেল ২৪ ঘন্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৫৮৪ জনের। এ পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ২৯ হাজার ১৫৪ জনে।

নিয়মিত আপডেট পেতে

শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *