লালমনিরহাট জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জাতীয় পার্টি মাথা চারা দিয়ে উঠেছে

লালমনিরহাট জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
জাতীয় পার্টি মাথা চারা দিয়ে উঠেছে….জাপা চেয়ারম্যান জি.এম কাদের।

জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদের এমপি বলেছেন, ১৯৯১ সালের পর থেকে যখনি যে দল ক্ষমতায় এসেছে, আজ পর্যন্ত যারা ক্ষমতায় আছে, শুধু আমাদের দলকে ক্ষতি করার জন্য অবিরাম চেষ্ঠা করে গেছে।

বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের মুখে আজ আপনারা যেভাবে এগিয়ে এসেছেন, এটাতে আমার মনে হয় সারাদেশের মানুষের কাছে একটা উদাহরণ সৃষ্টি হয়েছে যে, জাতীয় পার্টিকে আর মাটির নিচে দাবিয়ে রাখা সম্ভব হচ্ছে না। জাতীয় পার্টি মাথা চারা দিয়ে উঠেছে, সামনের দিকে আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

দু’দিনের সফরে রংপুরে এসে গতকাল শনিবার লালমনিরহাট জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জি.এম কাদের বলেন, একটা কথা মনে রাখবেন উত্তরাঞ্চলের মানুষ জাতীয় পার্টিকে তাদের নিজেস্ব রাজনৈতিক দল মনে করে। কারণ কি, কারণ উত্তরাঞ্চলের মানুষ দীর্ঘদিন অবহেলিত, এখনো অনেক ক্ষেতে অবহেলিত। আমরা বৈষম্যের শিকার হয়েছি, এখনো বৈষম্যের শিকার হচ্ছি। আমরা আমাদের ন্যায্য পাওনা কখনো পাইনাই। পাকিস্তান আমলে পাই নাই, বৃটিশ আমলে পাই নাই, এ

মনকি স্বাধীনতা উত্তরকালে কোনো সরকার আমাদের কোনো কিছু দেয়নি। বিভিন্ন ক্ষেত্রে আমরা বৈষম্যে শিকার হয়েছে। সেই বৈষম্য আমরা জানতাম আমরা দায়ি করতাম কেন আমাদের অঞ্চল থেকে কোনো রাজনৈতিক নেতৃত্ব সেভাবে আসেনাই। শক্তিশাালী রাজনৈতিক নেতৃত্ব আসলে অবহেলার অবসান হতে পারতো। কিন্তু হুসেইন মুহাম্মদ এরশাদ যখন আসেন, মানুষ তখন আশা বুক বেধে থাকতেন।

হুসেইন মুহাম্মদ এরশাদ কখনো কাউকে হতাশ করেন নাই। উত্তরাঞ্চলের মানুষ এরশাদ সাহেবের কাছে যখন যা চেয়েছে, তখনি তাই দিয়েছে। এটাই ছিল উত্তরাঞ্চলের মানুষের ক্ষমতা।
জিএম কাদের বলেন, আমরা আগামী নির্বাচনে ৩শ’ আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি এবং আমি খুবই আশাবাদী যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়, তবে উত্তরবঙ্গের আসনগুলো আমরা পাবো ইনশাআল্লাহ।
জাতীয় পার্টি লালমনিরহাট জেলার আহবায়ক মোছাঃ শরিফা খাতুন এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুল হক চুন্নু এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য এ.টি.ইউ তাজ রহমান, প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, প্রেসিডিয়াম সদস্য এ্যাড. মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল এমপি, পনির উদ্দিন এমপি, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি, ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক

এস.এম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সদস্য ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন ও লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলন শেষে মোছাঃ শরিফা খাতুন এমপিকে সভাপতি এবং জাহিদ হাসান সাধারণ সম্পাদক করে লালমনিরহাট জেলা কমিটি ঘোষনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *