শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :
রোহিত শর্মা, ভারতীয় ক্রিকেট দলের ওপেনার
ভারতের নতুন টেস্ট অধিনায়ক রোহিত শর্মা
টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে শেষ হয় কোহলির সাদা পোশাকে নেতৃত্বের অধ্যায়। পরে তাকে ওয়ানডের দায়িত্ব থেকেও সরিয়ে দিয়ে রোহিতকে সীমিত ওভারের দুই সংস্করণেই অধিনায়ক করে বিসিসিআই।
গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে হুট করে লাল বলের ক্রিকেটের নেতৃত্ব ছেড়ে দেন কোহলি। অবশেষে সাদা পোশাকের অধিনায়ক হিসেবে বিসিসিআই ঘোষণা বরে রোহিত শার্মার নাম।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ভারতকে টিম ইন্ডিয়ার নেতৃত্ব দেবেন ওপেনার রোহিত শার্মা। ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এবারে সাদা পোশাকেও রোহিমের উপরে ভরসা রেখেছে বিসিসিআই।
নিয়মিত আপডেট পেতে শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।