রেকর্ড সাউথ আফ্রিকার, হোয়াইটওয়াশ করে ভারত দলকে

২৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৩তম ওভারে ২২৩ রানেই সপ্তম উইকেট হারায় ভারত। অর্ধশতক পেলেও সেগুলোকে শতক বানাতে পারেননি দুই ভারতীয় ব্যাটসম্যান শিখর ধাওয়ান (৭৩ বলে ৬১) ও বিরাট কোহলি (৮৪ বলে ৬৫)।

 

নিয়মিত আপডেট পেতে

শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।

এরপর যশপ্রীত বুমরাকে নিয়ে ৩১ বলে ৫৫ রানের জুটি গড়েন দীপক চাহার (৩৪ বলে ৫৪ রান)। তবে লুঙ্গি এনগিডি চাহারকে ফেরাতেই শেষ হয় ভারতের প্রতিরোধ। দ্রুত আরও ২ উইকেট হারিয়ে ভারত অলআউট হয়ে যায় ২৮৩ রানে।

 

শেষ মুর্হুতে নাটকীয়তায় হোয়াইটওয়াশ হতে হল বিরাট কোহলি, শিখর ধাওয়ান ও লোকেশ রাহুলদের। শেষ ৬ বলে ৬ রান দরকার ছিল ভারতের। সাউথ আফ্রিকার ডোয়াইন প্রিটোরিয়াসের প্রথম বলে ১ রান পায় প্রসিদ্ধ কৃষ্ণা।

 

কিন্তু পরের বলেই তুলে মারতে গিয়ে যুজবেন্দ্র চাহাল ক্যাচ তুলে দিলেন ডেভিড মিলারের হাতে। ফল ৪ বল বাকী থাকতেই ৪ রানে হেরে গেল ভারত। সিরিজ তো আগেই হেরে গিয়েছিল লোকেশ রাহুলের দল। গতরাতে এই হারে সাউথ আফ্রিকার কাছে ৩-০ তে ওয়ানডের সিরিজে ভারতীয়রা হলো ধবলধোলাই।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *