রুশ সেনারা ঘিরে ফেলছে কিয়েভকে

শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রুশ সেনারা। এই অভিযানে যুদ্ধবিধ্বস্ত দেশটির কয়েক’শ বেসামরিক মানুষ মারা গেছে, ১০ লাখের বেশি মানুষ পাশের দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে।

 

যুদ্ধের নবম দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভ ঘিরে ফেলছে রুশ সেনারা। শুক্রবার (৪ মার্চ) ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ দাবি করা হয় বলে জানায় সিএনএন।

 

বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের রাজধানী থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত মাকারভ এলাকায় রুশ সেনাদের অবরুদ্ধ ও থামিয়ে দেওয়া হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার বলেছেন যে, ইউক্রেনের যুদ্ধ ‘পরিকল্পনা অনুযায়ী চলছে’। তবে অন্য দেশগুলো বলছে, ক্রেমলিনের আক্রমণ পরিকল্পনা অনুযায়ী হয়নি।

 

 

মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার সশস্ত্র বাহিনী তাদের বেশিরভাগ অপারেশনাল রিজার্ভ শেষ করে ফেলেছে। তারা এখন ‘দক্ষিণ ও পূর্ব সামরিক জেলাগুলো থেকে অতিরিক্ত বাহিনী স্থানান্তরের প্রস্তুতি শুরু করেছে’।

 

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার বাহিনী কৃষ্ণ সাগরের উপকূলে অবতরণের প্রস্তুতি অব্যাহত রেখেছে।

নিয়মিত আপডেট পেতে

শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *