শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :
রুশ বাহিনীর জন্য কবর ছাড়া শান্ত কোনো জায়গা নেই: জেলেনস্কি
বিবিসি জানায়, কিয়েভ থেকে ইউক্রেনীয় জনগণের উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ সেনাদের হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, কিয়েভের ভূখণ্ডে যেসব রাশিয়ান সৈন্য যুদ্ধাপরাধ করছে ইউক্রেন বাহিনী তাদের কবরের দিকে তাড়া করবে। কবর ছাড়া এই পৃথিবীতে আপনাদের জন্য কোন শান্ত জায়গা থাকবে না।
জেলেনস্কি মস্কোর সৈন্যদের উদ্দেশে আরও বলেন, তাদেরকে (রুশ বাহিনী) সতর্ক করে জানানো হয়েছিল যে তারা ইউক্রেনে আক্রমণের সময় ইচ্ছাকৃত হত্যার জন্য বিচারের দিনের মুখোমুখি হবে।
‘ইউক্রেনে এরকম কত পরিবার মারা গেছে? আমরা ক্ষমা করব না। আমরা ভুলব না। এই যুদ্ধে যারা নৃশংসতা করেছে আমরা তাদের সবাইকে শাস্তি দেব আমাদের ভূমিতে।’
জেলেনস্কি পশ্চিমা নেতাদের মস্কোর বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়ার জন্যও আহ্বান জানিয়ে বলেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা যথেষ্ট নয়- আগ্রাসনকারীদের এমন সাহস পশ্চিমের কাছে একটি স্পষ্ট সংকেত।
ইউক্রেনের প্রতিরক্ষা কর্মকর্তারা সতর্ক করে জানান, রাশিয়া কিয়েভের উপর সর্বাত্মক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে।
অন্যদিকে ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কোর দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাশিয়ার সামরিক পদক্ষেপ বন্ধ হবে না।
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।