রিয়ালকে হারালো পিএসজি, এমবাপ্পের গোলে

শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :

ঘরের মাঠ পার্ক ডে প্রিন্সেসে চ্যাম্পিয়ন্স লিগের রিয়ালকে ১-০ গোলে হারিয়েছে পিএসজি। খেলা শেষ হওয়ার আগের মুহূর্তে এমবাপ্পে জয়সূচক একমাত্র গোলটি করেন।

 

এর ফলে শেষ আটে যাওয়ার পথে এক পা দিয়ে রাখল ফ্রেঞ্চ জায়ান্টরা।ম্যাচের শুরু থেকে বলের দখল ছিল পিএসজি’র খেলোয়ারের দিকে। পঞ্চম মিনিটে পিএসজি প্রথম বড় সুযোগ পায় এমবাপ্পের কল্যাণে। তবে তার নিচু ক্রসটায় দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি আনহেল ডি মারিয়া, ফলে গোলের দেখা হয়নি। বিরতির আগ পর্যন্ত পিএসজি এমন আক্রমণে করেছে বহুবার। তবে গোল ব্যবধান বাড়াতে পারেনি তারা।

 

৬০ মিনিটে পেনাল্টি মিসের কিছু পরে কোচ মরিসিও পচেত্তিনো নেইমারকে মাঠে আনেন। তাতে পিএসজির আক্রমণ আরও বাড়ে। শেষ মুহূর্তে তার ঝলকেই পিএসজি পায় গোল। তার ব্যাকহিল বক্সের ভেতর খুঁজে পায় এমবাপ্পেকে, ফরাসি তারকা এরপর দুটো চ্যালেঞ্জ এড়িয়ে এগিয়ে যান বাইলাইনের কাছে।

 

সেখান থেকে নিচু এক শটেই পরাস্ত করেন রিয়াল গোলরক্ষককে। পুরো ম্যাচে ছড়ি ঘোরানো পিএসজি শেষ মুহূর্তের গোলে পায় দারুণ এক জয়।

নিয়মিত আপডেট পেতে

শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *