শীর্ষ নিউজ টোয়েন্টিফোর ডটকম
কোলকান্দ ইউনিয়ন পরিষদ এর রামকুন্ডা ঘাট ওপারে প্রায়ই ১০০০০ জনগনের বসবাস ওপার হতে ডারকাডোবা ঘাটে আজকে নৌকায় ঝুঁকি নিয়ে ছাএ/ছাএী ও সাধারন মানুষ করোনা ভ্যাকছিন নেওয়ার জন্য গংগাচড়া উপজেলা আসার জন্য পার হচ্ছে।
মানুষের জীবন বাঁচাতে সেখান ব্রিজের বিকল্প কিছু নাই।তাই সরকার প্রধান কে এগিয়ে আসতে হবে। তাই প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন তিনি যেন উক্ত ঘাটে ব্রিজের ব্যাবস্তা করে জনাবার একান্ত মরজি হয়।জনসাধারণ এর পক্ষে মোঃমাহমুদুল হক,গংগাচড়া, রংপুর।