রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ ফজলি আমের স্বীকৃতি পেলো

 

শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :

ফজলি আমের জিআই স্বত্ব পেলো এই দুই জেলা। রাজশাহীর ফজলি আমের স্বীকৃতিতে এবার ভাগ বসালো পাশের জেলা চাঁপাইনবাবগঞ্জ।

 

অধিদপ্তর সূত্রে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার শুনানি শেষে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক অধিদপ্তরের রেজিস্ট্রারের দপ্তর থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। আগামী রোববার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হবে।

 

শুনানি শেষে ‘রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম’ হিসেবে নতুন করে ভৌগোলিক নির্দেশক (জিআই) ঘোষণা আসে।

 

গত ৬ অক্টোবর আমটির জিআই নাম হয় ‘রাজশাহীর ফজলি আম’। রাজশাহী ফল গবেষণাকেন্দ্রের আবেদনের পরিপ্রেক্ষিতে রাজশাহীকে এ স্বীকৃতি দেওয়া হয়। পরে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক তাদের ‘দ্য জিওগ্রাফিক্যাল ইনডিকেশন (জিআই)’-এর ১০ নম্বর জার্নালে নিবন্ধন ও সুরা আইন ২০১৩ এর ১২ ধারা অনুসারে তা প্রকাশ করে। ২০১৭ সালের ৯ মার্চ এই স্বীকৃতির জন্য আবেদন করা হয়েছিল।

বেলা ১১টায় শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক অধিদপ্তরের রেজিস্ট্রারের সভাপতিত্বে এই শুনানি অনুষ্ঠিত হয়। বিকেলে সাড়ে চারটার পর এই রায় ঘোষণা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ পক্ষ থেকে ফজলি আমকে চাঁপাইনবাবগঞ্জের দাবি করে এর বিরোধিতা করা হয়। এর পরিপ্রেক্ষিতে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক অধিদপ্তর এই শুনানির আয়োজন করে। আজ মঙ্গলবার রাজশাহীর পক্ষে শুনানিতে অংশ নেন রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলীম উদ্দীন। আর চাঁপাইনবাবগঞ্জের পক্ষে চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম।

নিয়মিত আপডেট পেতে

শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *