রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তফার শোক প্রকাশ
দর্শনা বাছিরন নেছা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বেগম বাছিরন নেছার ইন্তেকাল
স্টাফ রিপোর্টার \এম. মিরু সরকার
রংপুর দর্শনা বাছিরন নেছা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বেগম বাছিরন নেছা বার্ধক্য জনিত কারনে গত মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৩০মিনিটে লালবাগস্থ নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ………রাজেউন)। মরহুমার জানাজা নামাজ গতকাল বুধবার বাদ আছর দর্শনা বাছিরন নেছা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত জানাযার নামাজে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এবং দর্শনা বাছিরন নেছা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফাসহ স্থানীয় মুসল্লিগন। জানাজা নামাজ শেষে মরহুমা বেগম বাছিরন নেছা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ক্যাম্পাসে দাফন কার্য্য সম্পন্ন করা হয়।
দর্শনা বাছিরন নেছা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বেগম বাছিরন নেছার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রংপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও দর্শনা বাছিরন নেছা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। এক শোক বার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এম. মিরু সরকার
তাং- ০৯.০৩.২০২২ইং