রংপুর সিটি কর্পোরেশনের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
বার্তা সম্পাদকঃ এম মিরু সরকার
যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছেন রংপুর সিটি কর্পোরেশন। গত শনিবার (২৬ মার্চ) সকালে নগরীর মডান মোড়ে অর্জনে, ডিসির মোড়স্থ বঙ্গবন্ধুর মুর্যালে, সুরভি উদ্যানে মুক্তিযোদ্ধার ভস্কর ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি নিবেদন শ্রদ্ধা করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
এছাড়া সকাল ৮টায় নগর ভবন থেকে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এর আগে সকাল ৬টায়নগর ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং বেলা ১১টায় রংপুর সিটি কর্পোরেশনের সভা কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন মিঞা, রাজস্ব কর্মকর্তা মোছাঃ উম্মে ফাতেমা, প্যানেল মেয়র আলহাজ্ব মোঃ মাহামুদুর রহমান টিটু, কাউন্সিলর মোঃ হারুন অর রশিদ, প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাঈম উল হক, রংপুর সিটি কর্পোরেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর কবীর শান্তসহ অন্যান্য কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।