রংপুর র‍্যাব-১৩ হাতে হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার

রংপুর র‍্যাব-১৩ হাতে হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার

রিপোর্টারঃ জীবন চন্দ্র রায়

 

শ্যালিকাকে অপহরন করে বিয়ের পর তাকে হত্যার দায়ে প্রধান আসামীসহ তিন জনকে গ্রেফতার করেছে রংপুর র‌্যাব-১৩ একটি দল।

 

রোববার সকালে রংপুরের সাংবাদিকদের কাছে র‌্যাবের সহকারী পরিচালক এ তথ্য জানান।

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার স্কুল শিক্ষক সিরাজুল ইসলামের বড় মেয়ের সাথে বিয়ে হয় একই এলাকার শহিদ শাহের। এর পর শহিদ শাহের দৃষ্টি পরে তার শ্যালিকার উপর। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কলহের সৃষ্টি হয়। এর এক পর্যায়ে গত বছরে জুলাই মাসে তার স্বামীর সাথে বিচ্ছেদ ঘটে। পরবর্তী সময়ে খোরপোষ ও মোহড়নার জন্য কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।

 

তিনি জানান শুক্রবার রাতে গাজিপুরের কালিকৈর উপজেলার সফিপুর লস্কারচালা এলাকা থেকে মামলার প্রধান আসামী নহিদ শাহ, হেলাল মিয়া ও করিম মিয়াকে গ্রেফতার করে।

 

পরবর্তিতে শহিদ শাহ ৩ মাস জেলে থাকার পর জামিনে মুক্তি পাওয়ার গত বছরের ১৪ অক্টোবর পুনরায় শ্যালিকাকে অপহরণ করে গা-ঢাকা দেয়। এর পর তাকে বিয়ে করে আত্নগোপন করে।

 

এর পর দ্বিতীয় স্ত্রী (শ্যালিকা) অন্তঃস্বত্তা হয়ে পরে। চলতি বছরের ১৪ জানুয়ারি তাকে নির্যাতনের এক পর্যায়ে পেটে লাথি মারলে রক্তক্ষরণে সে মারা যায়। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ২০ জানুয়ারী কিশোরগঞ্জ থানায় একটি মামলা করে। মামলা নং-১১ ।

 

পরে র‌্যাব অভিযান চালিয়ে শুক্রবার রাতে গাজিপুরের কালিকৈর উপজেলার সফিপুর লস্কারচালা এলাকা থেকে মামলার প্রধান আসামী শহিদ শাহ, হেলাল মিয়া ও করিম মিয়াকে গ্রেফতার করে। র‌্যাব জানায় গ্রেফতারকৃতরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

 

নিয়মিত আপডেট পেতে

শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *