রংপুর নগরীর ১৩ ও ১৪নং ওয়ার্ডে তিন কিলোমিটার কাচাঁরাস্তা পাকা করণ ও ড্রেন নির্মাণ কাজ শুরু

রংপুর নগরীর ১৩ ও ১৪নং ওয়ার্ডে তিন কিলোমিটার কাচাঁরাস্তা পাকা করণ ও ড্রেন নির্মাণ কাজ শুরু

বার্ত সম্পাদক এম মিরু সরকার:শীর্ষ নিউজ২৪

লোকাল গর্ভমেন্ট ইঞ্জিনিয়ারিং ডির্পামেন্ট কোভিড-১৯ (এলজিসিআরআরপি) অর্থায়নে ৩ কোটি ৮০লাখ টাকা ব্যায়ে তিন কিলোমিটার কাচাঁরাস্তা পাকা করণ ও ড্রেন নির্মাণ কাজ শুরু করছেন রংপুর সিটি কর্পোরেশন।

  • নগরীর ১৩নং ওয়ার্ডের প্রাইম হাসপাতাল থেকে সাবেক কাউন্সিল সাহেদা বেগম বেবির বাড়ি পর্যন্ত ড্রেন ও কাচাঁ রাস্তা নির্মাণ এবং ১৪নং ওয়ার্ডের বড়বাড়ী থেকে হিন্দুপাড়া পর্যন্ত কাচাঁ রাস্তা পাকাকরণ কাজের শুভ উদ্বোধন করা হয়।

উক্ত কাজের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান, উমা

কন্সট্রাকশনের স্বত্তাধিকারী ও সংশ্লিষ্ট ঠিকাদার অরুপ দত্ত, প্যানেল মেয়র মোঃ মাহবুবার রহমান মঞ্জু. ১৩নং ওয়ার্ড কাউন্সিলর কাউন্সিল ফজলে এলাহী ফুলু, ১৪নং ওয়ার্ড কাউন্সিল মমদেল হোসেন ও মহিলা কাউন্সিল মোসলেমা বেগমসহ স্থানীয় সুধীজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *