রংপুর জেলা যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচি গ্রহণ

রংপুর জেলা যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচি গ্রহণ

হীমেল কুমার মিত্র স্টাফ রিপোর্টার

বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ(১১ নভেম্বর ) শনিবার।

স্বাধীনতার পর ১৯৭২ সালের ১১ নভেম্বর ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেনশনের মধ্য দিয়ে যুবলীগ প্রতিষ্ঠা করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে যুবনেতা শেখ ফজজুল হক মণি যুবলীগ প্রতিষ্ঠা করেন। ফজলুল হক মনি ছিলেন যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

এদিকে ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব‍্যাপী নানা কর্মসূচি পালন করবে রংপুর জেলা যুবলীগ শাখার সভাপতি লক্ষীন চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনীর নেতৃত্বে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক করতে দুই দিপ ব‍্যাপী না কর্মসূচি গ্রহণ করেছে-

সকাল ৭.০০ মিনিটে দলীয় পতাকা উত্তোলন।
সকাল ৭.১০ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পামাল‍্য অর্পণ।সকাল ৭.৩০ মিনিটে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তিযুদ্ধের অন‍্যতম সংগঠক শহীদ শেখ ফজলুল হক মণি’র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন।সকাল ৮.৩০ মিনিটে ১৫ আগস্টের কালোরাতে নিহত সকল শহীদদের স্মরণে, বঙ্গবন্ধুর ম‍্যুরালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেন।

সকাল ১০.৩০ মিনিটে আলোচনা সভা ও কেক কাটা।
১১.৩০ মিনিটে রংপুর জেলা যুবলীগের নবনির্মিত কার্যালয়ের শুভ উদ্বধোন।দুপুর ২.০০ টার সময় মিলাদ, দোয়া মাহফিল ও গরীব, দুস্থ, অসহায়দের মাঝে খাবার বিতরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *