রংপুরে ২ ভুয়া ডিবি পুলিশ আটক

রংপুরে ২ ভুয়া ডিবি পুলিশ আটক

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে মোটরসাইকেল চেকিং করার সময় ২ জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। রোববার (৩০ এপ্রিল) বিকেলে রংপুর মহানগরীর ফুল আমের তল এলাকায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার চকমামরপুর কাজিবাড়ি এলাকার মোখলেছুর রহমানের পুত্র মেহেদি হাসান সাগর (২৮) এবং একই এলাকার জয়নাল আবেদীন পুত্র হিরু মিয়া (২৫)।

তারা সন্ধ্যায় ফুল আমের তল এলাকায় মোটরসাইকেল ডিবি পুলিশ পরিচয়ে আটক করে চেকিং করছিল।

দূরবীন ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান শাহিদ হাসান সৌরভের বাইক আটক করে চেকিং করতে চাইলে তার সন্দেহ হয়। সাথে সাথে তিনি ও তার সাথে থাকা ২ আরোহী তাদের চ্যালেঞ্জ করেন।

এক পর্যায়ে সেখানে জনতা উপস্থিত হলে তাদের কাছে স্বীকার করেন তারা ভুয়া পরিচয় দিয়েছে। এর মধ্যে খবর পেয়ে সেখানে হাজির হয় পুলিশ। উত্তেজিত জনতা তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

মেট্রোপলিটন পশুরাম থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভুয়া ডিবি পুলিশ পরিচয় দেয়ার কথা স্বীকার করেছে। এরা একটি সিন্ডিকেট। বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় গিয়ে বাইক আটকসহ মানুষকে ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের অর্থ আদায় করে থাকে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *