রংপুরে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার ০২
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টারঃ জুয়েল ইসলাম
রংপুরে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ।
২৪/০৫/২০২২খ্রি. ২২.৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রংপুর তাজহাট থানাধীন তাজহাট সাবান ফ্যাক্টরী সংলগ্ন জনৈক মোছাঃ আনোয়ারা বেগম এর বসত বাড়ীর পশ্চিম ভিটার পূর্ব দুয়ারী বসত ঘরের ভিতরে অভিযান পরিচালনা করে ১৫০ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ০১। মোঃ মনু মিয়া (৪০) পিতা- আঃ জলিল, ২) মোঃ সুজন ইসলাম (২৬) পিতা- মোঃ নাসিম মিয়া, উভয় সাং- তাজহাট স্কুল মোড়, থানা- তাজহাট, রংপুর মহানগর, রংপুর।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীন একটি মামলা দায়ের করা হয়।