রংপুরে রাস্তা নির্মাণ কাজ শুরু

রংপুরে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ শুরু

বার্তা সম্পাদকঃ এম.মিরু সরকার

মহানগরীর ১৬ ও ১৭নং ওয়ার্ডে প্রায় পনে তিন কোটি ব্যায়ে আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ শুরু

রংপুর মহানগরীর ১৬ ও ১৭নং ওয়ার্ডে প্রায় পনে তিন কোটি ব্যায়ে আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ শুরু করেছেন রংপুর সিটি কর্পোরেশন।ডিপিবি’র অর্থায়নে রংপুর সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় নগরীর ১৬নং ওয়ার্ডে দুই কোটি ১৭লাখ টাকা ব্যায়ে ৭শ’ ৩৬ মিটার আরসিসি রাস্তা ও ড্রেন এবং ১৭নং ওয়ার্ডে ৫৩লাখ ৮৩হাজার টাকা ব্যায়ে ২০৩ মিটার আরসিসি রাস্তা ও ৩শ’ ১৫মিটার ড্রেন নির্মাণ কাজের শুরু করা হয়।

বুধবার রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা উক্ত রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন।এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ এমদাদ হোসেন, নির্বাহী প্রকৌশলী মোঃ আজম আলী, জাতীয় পার্টি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক,

রংপুর সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আমিনুর রহমান, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল গাফ্ফার, ১৬নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মোঃ সেকেন্দার আলী, নুর জামে মসজিদের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নান্নু, ঠিকাদারী প্রতিষ্ঠান খায়রুল কবীর রানার প্রতিনিধি জয়নুল আবেদিন বাবু ও মতলুবার রহমান বাদলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *