রংপুরে রক্তদানে উদ্বুদ্ধকরণ ও লিফলেট বিতরণী মেগা ক্যাম্পেইন-২০২৩ অনুষ্টিত

রংপুরে রক্তদানে উদ্বুদ্ধকরণ ও লিফলেট বিতরণী মেগা ক্যাম্পেইন-২০২৩ অনুষ্টিত।

 

রংপুর বিভাগের বিভিন্ন জেলায় “রংপুর ব্লাড সেল্ফলেস অর্গানাইজেশনে”র উদ্যোগে ‘রক্তদানে উদ্বুদ্ধকরণ ও লিফলেট বিতরণী মেগা ক্যাম্পেইন-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে।

রক্তদানের কার্যক্রমকে সকলের মাঝে ছড়িয়ে দিতে রংপুর ব্লাড সেল্ফলেস অর্গানাইজেশন রংপুর বিভাগে এক যোগে এই সচেতনতা মূলক ক্যাম্পেইন আয়োজন করে। যাতে অংশগ্রহণ করে ৫০ এর অধিক স্বেচ্ছাসেবী। উক্ত দিনে রংপুরের টাউনহল থেকে শুরু করে জাহাজ কোম্পানী মোড় হতে মেডিকেল মোড় এবং বিভিন্ন গুরুত্বপূর্ন জায়গায় ও রংপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩ হাজারের অধিক লিফলেট বিতরণ করা হয়।

এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করা, তার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে রক্তদানের উপকারিতা ও সচেতনতা বৃদ্ধি করা। সেই সাথে রক্তদান করতে ইচ্ছুক এবং রক্তদান নিয়ে কাজ করতে ইচ্ছুক বা আগ্রহী স্বেচ্ছাসেবী সংগ্রহ করা।

এসময় সকলের মাঝে রক্তদানের উপকারিতা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

উক্ত মেগা ক্যাম্পেইন যে যে গুরুত্বপূর্ন জায়গা সমূহে একযোগে অনুষ্ঠিত হয়েছেঃ রংপুর টাউন হল, রংপুর সুপার মার্কেট,জাহাজ কোম্পানির মোড়,সুরভী উদ্দান,রংপুর ধাপ,রংপুর মেডিকেল মোড়, এবং রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর জিলা স্কুল, রংপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, শ্যামপুর সুগার মিলস উচ্চ বিদ্যালয়ে প্রভৃতি যায়গায় লিফলেট বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *