রংপুরে ভূমিদস্যুদের মিথ্যা মামলা ও জমি দখলের পাঁয়তারা থেকে বাঁচতে আইনী সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন
বার্ত সম্পাদক এম মিরু সরকার :শীর্ষ নিউজ২৪
রংপুরে ভূমিদস্যু রহিদুল ও সাইদুল গং-এর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও জমি দখলের পাঁয়তারা থেকে বাঁচতে আইনী সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন রোকেয়া বেগমের পরিবার।আজ বুধবার সন্ধ্যায় নগরীর সিও বাজার এলাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রোকেয়া বেগম।
লিখিত বক্তব্যে মোছাঃ রোকেয়া বেগম বলেন, রংপুর মেট্রোপলিটন হাজীরহাট থানাধীন ৩নং ওয়ার্ডস্থ উত্তম বারো ঘড়িয়া গ্রামে আমার নামে কবলা দলিল নং-১৪৫৬৬/১৮ তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৮ ও দলিল নং-১২৮৯৮/১৫, তারিখ ২০ আগষ্ট ২০১৫ইং মূলে ক্রয়কৃত সম্পত্তি রয়েছে।
যাহা আমি ক্রয়ের পর মাপজোক করে খাজনা-খারিজ সম্পন্ন করে গাছপালা লাগাই এবং বাউন্ডারী ওয়াল নির্মাণ করিয়া ভোগদখল করে আসছি। উক্ত জমি নিয়ে আসামী মো: রহিদুল ইসলাম (৪৫) পিতা মোঃ রাজা মিয়া, মোঃ সাইদুল ইসলাম (৪৮), মোঃ জরিপ উদ্দিন (৫৫), মোঃ আঃ জলিল (৪৩), সকলের পিতা মৃত সহিদার রহমান ও মোঃ মানিক মিয়া (৪৮)
পিতা মৃত কালু মিয়া, সাং-রাধাবল্লভ, থানা-কোতয়ালী আরপিএমপি, রংপুরদের সহিত মামলা মোকদ্দমা চলিতে ছিল। ইতিপূর্বে বিজ্ঞ আদালত আমার পক্ষে রায় প্রদান করেন। আমি উক্ত জমি ভোগদখলে থাকাকালে উল্লেখিত আসামীগণ আমার জমি অন্যায়ভাবে ভোগদখলের পাঁয়তারা করতে থাকে। এরই এক পর্যায় গত ২৮শে মে সকাল অনুমান ৭ টা উল্লেখিত
আসামীগণসহ অজ্ঞাতনামা ৫/৬ জনসহ লাঠিসোটা, ছোরা, দা, কুড়াল নিয়ে অবৈধ আসামীগণ দলবদ্ধ হয়ে আমার তফশীল বর্ণিত জমিতে অনাধিকার প্রবেশ করে আমার বাউন্ডারী ওয়াল ভাংচুর ও গাছপালা কাটিতে থাকে।
স্থানীয় লোক মারফত সংবাদ পেয়ে আমি আমার কেয়ারটেকার মোঃ সজিবুর রহমান সজিব পাঠিয়ে দেই। আমার কেয়ারটেকার উক্ত জমিতে উপস্থিত হয়ে আসামীদেরকে জমির বাউন্ডারী ওয়াল ভাংচুর ও গাছপালা কাটিতে বাধা নিষেধ করলে আসামীগণ ক্ষিপ্ত হয়ে উঠে
এবং আসামী রহিদুল ইসলাম অন্যান্য আসামীদেরকে হুকুম দিয়ে বিভিন্ন ভাষায় গালিগালাজ করে এবং তাকে এলোপাথারীভাবে মারপিট করতে থাকে। আসামী সাইদুল ইসলাম তাহার হাতে থাকা ধারালো ছোরা দিয়া হত্যার উদ্দেশ্যে সজিবের মাথায় আঘাত করলে উক্ত মাথার গুরুতর রক্তাক্ত জখম হয়। সজিব মাটিতে পরে গেলে সকল আসামীগণ লাঠিসোটা দিয়া হত্যার উদ্দেশ্যে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে।
ঐ সময় আসামী মোঃ আঃ জলিল হত্যার উদ্দেশ্যে সজিবের গলা চেপে ধরে, মারিয়া ফেলার চেষ্টা করতে থাকলে উক্ত ঘটনা দেখিয়া পথচারী মোঃ লিমন (৩৪) সজিবকে রক্ষার জন্য এগিয়ে আসলে আসামীগণ তাহাকেও এলোপাথারীভাবে মারপিট করতে থাকে।
এরই এক পর্যায়ে তাদের চিৎকারে আশে পাশের লোকজন আসামীদের হাত থেকে তাহাদেরকে উদ্ধার করে। আসামীগণ আমার ৫টি গাছ ও বাউন্ডারী ওয়াল ভেঙ্গে ফেলে। আমার উক্ত জমিকে কেন্দ্র করে আমার স্বামীকে দীর্ঘদিন ধরে লাঞ্চিত করে এবং এই লাঞ্চনার কারণে মানসিকভাবে অসুস্থ হয়ে হার্ট এ্যাটাকে মারা যান।
বর্তমানে এই ভূমিদস্যুদের জন্য আমি আমার পরিবারের ৩ ছেলে ১ মেয়ে নিয়ে খুবই দুশ্চিন্তা ও নিরাপত্তাহীনতায় ভুগছি। ভূমিদস্যুরা ইতিপূর্বে বিভিন্ন জায়গায় এ জাতীয় সিন্ডিকেট তৈরি করে অনেক জমি দখল করে, যা খতিয়ে দেখলে বেরিয়ে আসবে।
বর্তমানে আমার ছেলেদের নামে বিভিন্ন ধরনের হয়রানীমূলক ও মিথ্যা মামলা দায়ের করেছে, যা বর্তমানে চলমান আছে। গত ২৯ মে আমার ছেলে মোঃ রায়হানুজ্জামান হাজীরহাট থানায় ওসির সাক্ষাতে কথা বলা অবস্থা অত্র এলাকায় একটি অপ্রীতিকর ঘটনা ঘটে, এই অপ্রীতিকর ঘটনায় আমার ছেলের নাম জড়িয়ে দিয়ে হয়রানীর চেষ্টা করছে।
তিনি আরো জানান, আমার ও আমার পরিবারের নিরাপত্তার জন্য দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করছি। সংবাদ সম্মেরনে রোকেয়া বেগমের পরিবারের সদস্য হামিদা আক্তার ও মুক্তা বেগম।