রংপুরে বেসরকারি সংস্থায় নির্মাণ হচ্ছে ক্যানসার হাসপাতাল
রিপোর্টারঃ জীবন চন্দ্র রায়
রংপুরে বেসরকারি সংস্থায় ৫০ শয্যার ক্যানসার হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। ১৫ কোটি টাকা ব্যয়ে রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক সড়কের নগরীর নব্দিগঞ্জ এলাকার ২ একর জমিতে এটি প্রতিষ্ঠিত করা হবে। এটির নামকরণ করা হয়েছে অপু মুন্সি মেমোরিয়াল ট্রাস্ট ক্যান্সার হাসপাতাল। বাস্তবায়ন করছে রোটারি ক্লাব অফ উত্তরা ও অপু মুন্সি মেমোরিয়াল ট্রাস্ট।
শুক্রবার দুপুরে রংপুর সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন, রোটারি ক্লাব অফ উত্তরার চেয়ারম্যান বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ব্রেস্ট ও জরায়ু ক্যানসার আক্রান্ত নারী ও শিশুদের চিকিৎসা সেবা দেওয়া হবে। বহির্বিভাগে, শিশু, মেডিসিন, গাইনি, দন্ত, চক্ষুসহ সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে। সুলভ ও স্বল্প মূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে।
এই হাসপাতালে একটি ফান্ড তৈরি করা হবে। ওই ফান্ডের টাকা দিয়ে সুবিধা বঞ্চিতদের চিকিৎসা সেবা দেওয়া হবে। এর পাশাপাশি সেখানে নার্সিং ইনস্টিটিউিট ও বৃদ্ধাশ্রম খোলার পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।
টিপু মুনশি বলেন, হাসপাতালের অবকাঠামো নির্মাণ হবে ৪০ হাজার স্কোয়ার ফুটের উপর ৫ তলা ভবন। ইতোমধ্যে পাইলিং শেষ হয়েছে।
অবকাঠামো নির্মাণের কাজ শুরু হবে আগামী সপ্তাহে। আগামী বছর কাজ শেষ হওয়ার কথা রয়েছে। তিনি এও বলেন, স্ত্রী, দুই কন্যা, ছোট বোনের স্বামীসহ ৭ জন অপু মুন্সি মেমোরিয়াল ট্রাস্ট বোর্ডের সদস্য।
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।