রংপুরে বিড়িশিল্প রক্ষায় শ্রমিক সমাবেশ
বিদেশি বহুজাতিক কোম্পানির ষড়যন্ত্র থেকে বিড়িশিল্পকে বাঁচাতে রংপুরে বিড়িশ্রমিক সমাবেশ করা হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। বৃহত্তর রংপুর জেলা বিড়িশ্রমিক ইউনিয়ন এ সমাবেশ করে।
সমাবেশে আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেটে বিড়ির ওপর বিদ্যমান শুল্ক কমানো, অর্পিত অগ্রিম ১০ শতাংশ আয়কর প্রত্যাহার, বিড়িশ্রমিকদের সুরক্ষা আইন প্রণয়ন এবং ন্যায্য মজুরি দেওয়ার দাবি জানানো হয়। পরে রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন শ্রমিক নেতারা।
রংপুর জেলা (হারাগাছ) বিড়িশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল হাসনাত লাভলুর সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি আমিন উদ্দিন
প্রধান অতিথি ছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়নের সভাপতি এম কে বাঙালী এবং সাধারণ সম্পাদক আব্দুর রহমান।
অন্যদের বক্তৃতা করেন বাংলাদেশ বিড়িশ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক হারিক হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, প্রচার সম্পাদক শামীম ইসলাম, বিড়িশ্রমিক নেতা ছাদ আলী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বৃহত্তর রংপুর অঞ্চলের সুবিধাবঞ্চিত, হতদরিদ্র, শারীরিক প্রতিবন্ধী, বিধবাসহ লাখো শ্রমিক বিড়িশিল্পে জড়িত। তারা এ থেকে জীবিকা নির্বাহ করে। অথচ বিদেশি বহুজাতিক কোম্পানির ষড়যন্ত্রে দেশের প্রাচীন শ্রমঘন এ শিল্পটি আজ ধ্বংসের দ্বার প্রান্তে।
তারা আরও বলেন, বিদেশি সিগারেট কোম্পানিগুলোকে একচেটিয়া ব্যবসার সুযোগ করে দিতে কিছু অসাধু আমলা বিড়ির ওপর ষড়যন্ত্রমূলকভাবে মাত্রাতিরিক্ত করের বোঝা চাপিয়ে দিচ্ছেন। বিড়ি মালিকরা এ করের বোঝা সহ্য করতে না পেরে কারখানা বন্ধ করতে বাধ্য হচ্ছেন। ফলে বিড়ি কারখানায় নিয়োজিত শ্রমিকরা কর্ম হারিয়ে বেকার হয়ে পড়ছেন।
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন ধন্যবাদ।