রংপুরে বিশ্ব খাদ্য দিবস পালিত
রংপুরে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। “পানি জীবন-পানি খাদ্য” এ প্রতিপাদ্য বিষয়কে সামনের রেখে সিনজেন্টা ফাউন্ডেশেনের উদ্যোগে রংপুর সিটি কর্পোরেশন, নিউট্রিসন ক্লাব ও ইএসডিও সহযোগিতায় গতকাল সোমবার নগরীর সিক্স সিজন কমিউনিটি সেন্টারে বিস্তারিত কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয় বিশ্ব খাদ্য দিবস-২০২৩।
দিবসটি উপলক্ষে সিক্স সিজন কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে নিরাপদ্য সবজি মেলা, চিত্রাংকন প্রতিযোগিতা, রান্না প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা, আলোচনা, সম্মাননা ক্রেষ্ট প্রদান, সনদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সচেতনমূলক নাটিকা পরিবেশনাসহ বিস্তারিত কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের সচিব মোছাঃ উম্মে ফাতিমা। রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোঃ মাহবুবার রহমান মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের (২৩, ২৪, ২৫) নং ওয়ার্ড কাউন্সিলর মোছাঃ হাসনা বানু, বীরতান রংপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক ও মেট্রোপলিটন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাঃ রাশিদা ইয়াসমিন। অনুষ্ঠান শেষে নিরাপদ্য সবজি মেলা পরিদর্শণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।