রংপুরে বাংলা টিভি ষষ্ঠ বর্ষ উদযাপন

রংপুরে বাংলা টিভি ষষ্ঠ বর্ষ উদযাপন

রংপুর বিভাগীয় রিপোর্টারঃ জুয়েল ইসলাম

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় (১৯ মে ২০২২ ইং) জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভির পঞ্চম বর্ষ পেড়িয়ে ষষ্ঠ বর্ষে পদার্পন উপলক্ষে রংপুর রিপোর্টাস ক্লাবের আলোচনা সভা, কেক কেটে মিষ্টি মুখ করানো হয়।

বাংলা টিভি দর্শক ফোরাম অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রংপুর পুলিশ সুপার আশরাফুজ্জামান আশরাফ, মিঠাপুকুর উপজেলার চেয়ারম্যান জাকির হোসেন সরকার,মিঠাপুকুর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শামীমা আক্তার জেসমিন।

 

রংপুর রিপোর্টাস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাবেক সভাপতি ও দেশ বরেণ্য সাংবাদিক মোজাফফর হোসেন এর সভাপতিত্বে বাংলা টেলিভিশনের বছর পূর্তি অনুষ্ঠান সঞ্চালনা করেন রংপুর রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশন ও নয়া দিগন্তর রংপুর বিভাগীয় ব্যুরোচীফ সরকার মাজহারুল মান্নান।

 

রংপুর রিপোর্টার্স ক্লাবের প্রচার সম্পাদক ও বাংলা টিভির রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসাইন বাঁধন। প্রধান অতিথির বক্তব্যে রসিক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন,সাংবাদিকতা মহান পেশা। এ পেশার সাথে জড়িতদের মাধ্যমে পরিবেশীত সংবাদের কারণে সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন হয় , একজন সংবাদকর্মী মানে একেকটি সমাজের দর্পণ। তাই সাংবাদিকরা যত বেশী সততা ও নিষ্ঠার সাথে সংবাদ পরিবেশন করবেন রাষ্ট্র তত বেশী উপকৃত হবে।

 

এ ক্ষেত্রে বাংলা টিভির সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বিশেষ করে বাংলা টিভিতে রংপুর অঞ্চলের সংবাদ নিয়মিত প্রচার করায় এতদঞ্চলের মানুষ তথা দেশবাসী উপকৃত হচ্ছে। তাই একজন জনপ্রতিনিধি ও রংপুর সচেতন মানুষ হিসেবে বাংলা টিভি কর্তৃপক্ষকে অভিনন্দন জানাই।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন, রংপুর রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মোজাফফার অতিথিরা বাংলা টিভির উত্তোরোত্তর সফলতা কামনা করে বক্তব্য দেন।

দোয়া কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠান শেষে বাংলা টিভির বছর পূর্তি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও শুভাকাঙ্ক্ষীদের বক্তব্যের পরে বাংলা টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান এসএম রাফাত হোসেন বাঁধন ও রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ইনডিপেনডেন্ট টেলিভিশন ও কালের কণ্ঠের বিভাগীয় প্রধান বিশিষ্ট সাংবাদিক নজরুল ইসলাম রাজু যৌথ সমন্বয়ে অনুষ্ঠানটি সমাপনী ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *