রংপুরে ফোর–জি ইন্টারনেটের গতিতে ‘ফেল’ তিন অপারেটর
রিপোর্টারঃ জীবন চন্দ্র রায়
পরীক্ষায় দেখা গেছে, গ্রামীণফোনের ইন্টারনেট ডাউনলোড গতি প্রতি সেকেন্ডে ৫ দশমিক শূন্য ৬ মেগাবিট ও বাংলালিংকের ৬ দশমিক ৮২ মেগাবিট। শুধু রবি ডাউনলোডের নির্ধারিত গতি নিশ্চিত করেছে—প্রতি সেকেন্ডে ৮ দশমিক ৩৬ মেগাবিট।
অন্যদিকে রাষ্ট্রীয় মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের অবস্থা সবচেয়ে দুর্বল। ফোর-জিতে ২ দশমিক ৪৮ মেগাবিট গতি দিতে পেরেছে প্রতিষ্ঠানটি। থ্রি–জি সেবাও নিশ্চিত করতে পারেনি টেলিটক। বিটিআরসি নির্ধারিত থ্রি–জির ডাউনলোড গতি সেকেন্ডে ২ মেগাবিটের মধ্যে টেলিটকের পাওয়া গেছে সেকেন্ডে ১ দশমিক ১৮ মেগাবিট।
থ্রি–জির ক্ষেত্রে বাকি তিনটি প্রতিষ্ঠানের মধ্যে গ্রামীণফোনের প্রতি সেকেন্ডে ১ দশমিক ১৭, রবির ৩ দশমিক ৩০ ও বাংলালিংকের ২ দশমিক ৮৮ মেগাবিট গতি পেয়েছে খবরটি নিশ্চিত করেছে বিটিআরসি।
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।