রংপুরে প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের ৯৩তম জন্ম বার্ষিকী পালন 

রংপুরে প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের ৯৩তম জন্ম বার্ষিকী পালন

বার্তা সম্পাদকঃ এস,এম মিরু সরকার

গত ২০মার্চ রোববার জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ দূত প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৯৩তম জন্ম বার্ষিকী পালন করেন জাতীয় পার্টি রংপুর জেলা ও মহানগর কমিটি।

বিকেলে রংপুর নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে এরশাদের সমাধি অঙ্গনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন এর মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়।

 

 

জাতীয় পাটির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক মোঃ এস.এম ইয়াসির এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর কমিটির সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আজমল হোসেন লেবু, রংপুর মহানগর জাতীয় পার্টির যূগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন, কেন্দ্রীয় সদস্য ও রংপুর জেলা যুব সংহতির সভাপতি মোঃ হাসানুজ্জামান নাজিম।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্য আব্দুর রহিম বাবলু, রংপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, ১৬নং ওয়ার্ড জাপার সভাপতি মোঃ সেকেন্দার আলী, ২৮নং ওয়ার্ড জাপার সভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক মঈনুদ্দিন খান আহমেদ টিটু, ৩০ নং ওয়ার্ড জাপার সভাপতি কাজী রবি, ১৮নং ওয়ার্ড জাপার সভাপতি পল্লব, জাতীয় যুব সংহতি রংপুর মহানগর সভাপতি শাহীন হোসেন জাকির, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর আহবায়ক মোঃ ফারুক মন্ডল, সদস্য সচিব মাহাবুব, জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলার সভাপতি আরিফ হোসেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আরিফ আলী, জাতীয় তরুণ পার্টি রংপুর জেলার নব-গঠিত কমিটির আহবায়ক মোঃ শায়েখ রিমন, সদস্য সচিব আমিনুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

 

এ সময় নেতৃবৃন্দ প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মুনাজার পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *