রংপুরে তৃতীয় লিঙ্গের শীতবস্ত্র বিতরণ

রংপুরে তৃতীয় লিঙ্গের শীতবস্ত্র বিতরণ।

রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার: জুয়েল ইসলাম

রংপুরে ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থার আয়োজনে শীতবস্ত্র বিতরণ করে।

রবিবার (৯ জানুয়ারী) বিকাল ৩ টার সময় নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ করেন।

২৬ নং ওয়ার্ডের নূরপুর, তাতিপাড়া, মাছুয়া পাড়া এলাকার মধ্যে প্রায় চারশত অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এই সংগঠনের নেতা করমি।

এসময় উপস্থিত থেকে ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থা রংপুরের সভাপতি আনোয়ারুল ইসলাম রানা বলেন, আমি মানুষের সেবা করতে খুব পছন্দ করি।
তাই সব সময় মানুষের সেবায় নিয়োজিত থাকি।

মানুষ যদি চায় আমি নির্বাচন করব।
আর যদি না চায় তাহলে নির্বাচন করব না।
তবে আমি এখনো পুরোপুরি সিদ্ধান্ত নেইনি নির্বাচন করব কিনা।
যদি নির্বাচন করি তাহলে সবাইকে জানাব।

ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, আমরা যেহেতু সমাজে অবহেলিত।
তাই মানুষের সেবা করাই আমাদের মূল বিষয়।
যতদিন বাঁচবো আমরা মানুষের উন্নয়নমূলক সেবা করে যাব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থার জেলার সভাপতির মা জুলেখা বেগম, সদস্যরা হলেন, সোনালী, খপিরোন, শাহানাজ, সুমাইয়া, সীমা, নূপুর, ফরিদা, রাবেয়া, নুসরাত, মনিষা, শান্তা, আসমা, বেবী, অপু, দোলা, মুন্নী, মুক্তা, সোয়ানি, জাহেদা, নিশি, লাবণ্য, নতুন, শিলা, বড় বাবু, ছোট বাবু, মিনারা, সিন্টু, কালু, রাজ্জাক, বসির, ববি, সোহেলি প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *