রংপুরে তিস্তার নদীর জেগে ওঠা চরে পেঁয়াজের সমারোহ
রিপোর্টারঃ জীবন চন্দ্র রায়
চলতি মৌসুমে রংপুরের কাউনিয়ায় তিস্তা নদীর বালুচরে যেদিকে চোখ যাচ্ছে, শুধুই পেঁয়াজের আবাদ। দাম বেশি পাওয়ার আশায় এবার কৃষকেরা পেঁয়াজ চাষে ঝুঁকেছেন। আবহাওয়া অনুকুলে এবং রোগ বালাইও কম- ফলে পেঁয়াজের বাম্পার ফলনের আশা করছেন চরাঞ্চলবাসী।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বিগত ৫ বছরে রংপুর জেলার তিস্তা বেস্টিত তিন উপজেলার (কাউনিয়া, পীরগাছা ও গংগাচড়া)- অনাবাদী প্রায় আট হাজার হেক্টর ধু-ধু বালুচরে এ খন সবুজের বিপ্লব।
কাউনিয়া উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এবার কাউনিয়ার চরাঞ্চলে বন্যা পরবর্তী ফসল হিসাবে প্রায় দেড় হাজার হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হয়েছে। এতে শতক প্রতি এক থেকে দেড় মণ পেঁয়াজ উৎপাদিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
জানা গেছে, কয়েক বছর পেঁয়াজের সঙ্কট এবং দাম বেশি হওয়ায় এসব চরাঞ্চলের কৃষক অন্যান্য ফসলের চেয়ে পেঁয়াজ চাষে বেশি আগ্রহী। অন্যান্য বছরের তুলনায় গম ও তামাক চাষ না করে এবার অধিকাংশ কৃষক পেঁয়াজ চাষে ঝুঁকে পড়েছেন।
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।