রংপুরে কিশোরকে ‘সুচ ঢুকিয়ে নির্যাতন’, সেই পশু চিকিৎসক গ্রেপ্তার
রিপোর্টারঃ জীবন চন্দ্র রায়
রংপুরের পীরগাছায় ১২ বছরের এক কিশোরকে চুরির অভিযোগে মারধর ও শরীরে সুচ ঢুকিয়ে নির্যাতন করার অভিযোগে এই পশু চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পীরগাছা থানার এসআই আব্দুল ওয়াদুদ মিয়া জানান, বুধবার রাতে উপজেলার সাত দরগা বাজার থেকে জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেন তারা। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের নির্দেশে রংপুর কারাগারে পাঠানো হয়।
জাহিদুল পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নর নবু পাঠান পাড়া গ্রামের আব্দুল বারেক মিয়ার ছেলে। তিনি স্থানীয় পশু চিকিৎসক।
মামলার বিবরণে বলা হয়, গত ৩১ জানুয়ারি রাতে একই উপজেলার ১২ বছর বয়সী ওই কিশোর বাড়িতে তার মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল। রাত সাড়ে ১২টার দিকে জাহিদুল ওই কিশোরের বাড়ি যায়। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন ছিল। জাহিদুল ছেলেটিকে ঘুম থেকে ডেকে তোলে এবং তার ঘর থেকে টাকা চুরি করেছে কি না জানতে চায়।
ছেলেটি চুরির কথা অস্বীকার করলে এক পর্যায়ে জাহিদুল তাকে ধরে তার বাড়িতে নিয়ে যায় এবং একটি ঘরে আটকে রেখে মারধর ও শরীরের বিভিন্ন স্থানে সুচ ঢুকিয়ে নির্যাতন করে। এ সময় ছেলেটির চিৎকারে তার মা গিয়ে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে ছেলেটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় ছেলেটির মা বাদী হয়ে জাহিদুলসহ আরও কয়েকজনকে আসামি করে পীরগাছা থানায় মামলা দায়ের করেন বলে জানান এসআই।
ছেলেটির মা শীর্ষ নিউজ ২৪ বলেন, “আমরা গরিব মানুষ। তাই কোন বিচার পাই না। আমার ছাওয়াটাক নিয়া যারা এইভাবে মারল কেউ প্রতিবাদ করলো না। তারা হামাকও মারছে। হামার ঘর থাকি টাকা নিয়া গেইছে। তাই থানাত মামলা দিছি।”
এ বিষয়ে রংপুর জেলার সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আশরাফুল আলম পলাশ শীর্ষ নিউজ টোয়েন্টিফোরকে বলেন, এ মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।