রংপুরে এসআই প্রত্যাহার 

রিপোর্টারঃ জীবন চন্দ্র রায়

রংপুরের পীরগাছায় এক ব্যক্তিকে বলাৎকারের অভিযোগে স্বপন কুমার রায় নামে এক এসআইকে প্রত্যাহার করা হয়েছে। বলাৎকারের শিকার ওই ব্যক্তি বর্তমানে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৮ মার্চ) সকালে এসআইয়ের ভাড়া বাড়ি থেকে আরও একজনকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এসআই স্বপন কুমারকে পীরগাছা থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রংপুরের সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আশরাফুল আলম পলাশ। গত ১৬ মার্চ রাতে স্বপন কুমারের ভাড়া বাসায় বলাৎকারের ঘটনা ঘটে।

একাধিক সূত্রে জানা যায়, পীরগাছা থানার এসআই স্বপন কুমারের সঙ্গে চাকরির সুবাদে পূর্ব পরিচয় ছিল ওই ব্যক্তির। ঘটনার দিন রাতে স্বপন ওই ব্যক্তিকে তার বাসায় ডেকে নেন। রাতে তাকে চেতনানাশক ওষুধ খাওয়ানোর পর বলাৎকার করেন স্বপন।

এ ঘটনায় ওই ব্যক্তির অতিরিক্ত রক্তক্ষরণ হলে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্বপন কুমার নীলফামারী জেলার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এসআই স্বপন কুমার রায়ের স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ায় ২০-২৫ দিন আগে বাবার বাড়িতে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে এসআই স্বপন কুমার রায় গত বুধবার রাতে এক ব্যক্তিকে (৪৮) তার বাড়িতে ডেকে নেন। অচেতন করে ওই ব্যক্তিকে বলাৎকার করেন স্বপন।

সারারাত সেখানে অবস্থানের পর বৃহস্পতিবার সকালে সেখান থেকে পালিয়ে বাড়িতে চলে যান ওই ব্যক্তি। এরপর শারীরিকভাবে অসুস্থ অনুভব করলে সন্ধ্যায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত এসআই স্বপন কুমার রায়কে রাতেই পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

শুক্রবার দুপুরে ওই পুলিশ কর্মকর্তার প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানার ওসি সরেস চন্দ্র বলেন, দুই ব্যক্তি মৌখিকভাবে এসআই স্বপন কুমারের বিরুদ্ধে তাদের বলাৎকার করেছেন বলে অভিযোগ করেছেন। এরমধ্যে একজন ভ্যানচালক। তার বয়স ৫০। তাকে অসুস্থ অবস্থায় ভ্যানে করে রাতেই থানায় নিয়ে আসা হয়েছিল। অন্যজন নৈশপ্রহরী। তার বয়স (৫৫)।

এদের দুইজনের মধ্যে ভ্যানচালক অসুস্থ হয়ে পড়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বুধবার দিবাগত রাতে কোনো এক সময় বলাৎকারের শিকার হন। আর অন্যজন নৈশপ্রহরী। গত সাত দিন আগে ওই পুলিশ কর্মকর্তার দ্বারা তিনি বলাৎকারের শিকার হন। ভুক্তভোগী ও তার পরিবার এখন পর্যন্ত কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

রংপুরের সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আশরাফুল আলম পলাশ শীর্ষ নিউজ ২৪ কে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এসআইকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তদন্তে সত্যতা পেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিয়মিত আপডেট পেতেশী

র্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন

ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *