রংপুরে আ.লীগ নেতাকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার দাবিতে আল্টিমেটাম
রংপুর সিটি করপোরেশনের মেয়র ও জাতীয় পার্টির রংপুর মহানগরের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে উল্লেখ করে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলের গ্রেফতার দাবি করেছেন ছাত্র সমাজ।
তদন্তের মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্র সমাজের নেতাকর্মীরা।
অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন – জাতীয় ছাত্র সমাজের রংপুর মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, জেলা আহ্বায়ক আরিফুল ইসলাম প্রমুখ।
তারা অভিযোগ করেন, আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী হওয়ার বাসনায় তুষার কান্তি মন্ডল সিটি মেয়র মোস্তফার বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার করে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধুকে আমরা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠন ভীষণ শ্রদ্ধা করি, যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন। সেখানে তুষার কান্তি মন্ডল রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সিটি মেয়র মোস্তফার বিরুদ্ধে বঙ্গবন্ধু সম্পর্কে মিথ্যা কটূক্তির সাজানো নাটক তৈরি করেছেন।
এ ঘটনার নিন্দা জানিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করে তারা বলেন, ৭২ ঘণ্টার মধ্যে তুষার কান্তি মন্ডলকে গ্রেফতার না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এর আগে, জাতীয় পার্টির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন ছাত্র সমাজের নেতাকর্মীরা।
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।