রংপুরে আলোকিত হসপিটালের যাত্রা শুরু
মান, নৈতিকতা, সাশ্রয় শব্দ গুলোনকে মনে ধারণ করে একটি অত্যাধুনিক ও চিকিৎসাসেবা বিশেষায়িত প্রতিষ্ঠান আলোকিত হসপিটালের যাত্রা শুরু।
আজ শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে নগরীর ধাপে সেন্ট্রাল রোডে অবস্হিত পপুলার-১ এর পিছনে, হাইপারটেনশন সেন্টার সংলগ্ন আলোকিত হসপিটালের দোয়া মাহফিলের মাধ্যমে যাত্রা শুরু করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুর রহমান, মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মুনির বাশার, উত্তর বঙ্গের জনপ্রিয় কৌতুক অভিনেতা তালেব ভাইজান, হসপিটালের পরিচালক হামিদুল ইসলাম, শশাঙ্ক রায় সিদ্ধার্ত, শেখ সাদি, গোলাম রব্বানী মাস্টার, কামরুজ্জামান, মাসুদ আলম প্রমূখ।
দোয়া পরিচালনা করেন ধাপ কেল্লাবন্দ হাফিজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মো: আব্দুস সামাদ।অতিথি বরণের মধ্য দিয়ে যাত্রা শুরু করে দোয়া মাহফিল, সংক্ষিপ্ত আলোচনা ও ফিতা কেটে যাত্রা শুরু করা হয়।