রংপুরে আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

রংপুরে আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

রংপুরে শান্তি সমাবেশ করেছেন রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ। আজ শনিবার বিকেলে নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত শান্তি

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম (এমপি)।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) সুজিত রায় নন্দী, সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া ও এ্যাড. সাফুরা।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন, যুগ্ন আহবায়ক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের আহবায়ক একেএম ছায়াদাত হোসেন, যুগ্ন আহবায়ক মাজেদ আলী বাবুলসহ দলের বিভিন্ন পর্যায়ের ও অঙ্গ সংগঠনের নেতারা।

শান্তি সমাবেশে নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতা বিরোধ বিএনপি-
জামাত জোট কর্তৃক দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি ও সমাবেশকে ঘিরে শহরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে আমরা তা কঠোর হাতে দমন করতে প্রস্তুত আছি।

শেখ হাসিনার উন্নয়নশীল দেশে কেউ বাঁধা প্রদান করলে তা প্রতিহত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *