রংপুরে অত্যাবশ্যক পরিষেবা বিল বাতিলের দাবীতে বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

রংপুরে অত্যাবশ্যক পরিষেবা বিল বাতিলের দাবীতে বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

বার্তা সম্পাদক এম মিরু সরকার: শীর্ষ নিউজ ২৪.কম

রংপুরে অত্যাবশ্যক পরিষেবা বিল ২০২৩ বাতিলের দাবীতে বিক্ষোভ ও স্মারকলিপি পেশ করেছে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন ও জেলা ট্রাক, ট্যাংলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ।

আজ মঙ্গলবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকারের উপ পরিচালকের নিকট স্মারক লিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম মুকুল, কার্যকরী সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদ এম এ মজিদ, যুগ্ন সাধারণ সম্পাদক রোনাচুজ্জামান মিন্টু, কোষাধ্যক্ষ বিটুল, রংপুর জেলা ট্রাক, ট্যাংলরী, কাভার্ডভ্যান ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজুর রহমান হাফিজ ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে অত্যাবশ্যক পরিষেবা বিল ২০২৩ বাতিলের দাবীতে সাবেক ট্রাক ষ্টান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা ট্রাক, ট্যাংলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন। অন্যদিকে রংপুর নগরীর টাউন হল থেকে একই দাবীতে বিক্ষোভ মিছিল বের করে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন।

বিক্ষোভ মিছিলগুলো নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় শেষ হয়। উভয় সংগঠনের নেতৃবৃন্দ অবিলম্বে অত্যাবশ্যক পরিষেবা বিল ২০২৩ বাতিলের দাবী জানান। সেই সাথে দাবী মেনে না নিলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবী আদায় করে ছাড়বে বলে হুশিয়ারী দেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *