রংপুরের সিটি কর্পোরেশনের সামনে নির্মিত হচ্ছে ফুটওভার ব্রিজ

রংপুরের সিটি কর্পোরেশনের সামনে নির্মিত হচ্ছে ফুটওভার ব্রিজ

 

রিপোর্টারঃ জীবন চন্দ্র রায়

 

রংপুরের সিটি বাজার এলাকায় পথচারীদের চলাচলের সুবিধার্থে ২ টি ফুট ওভার ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছে। ৩ কোটি ৬১ লাখ ৪৪ হাজার ৯৮০ টাকা ব্যয়ে নির্মাণ করেছে রংপুর সিটি করপোরেশন নির্মাণাধীন একটি ফুট ওভার ব্রিজের বিস্তৃত হচ্ছে। রংপুর নগরীতে এটিই প্রথম ফুট ওভার ব্রিজ।

 

জানা গেছে, ৩ কোটি ৬১ লাখ ৪৪ হাজার টাকার মধ্যে সিটি বাজার এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণে ব্যয় হবে ১ কোটি ৬৯ লাখ ৮৮ হাজার ৫৯৪ টাকা এবং টার্মিনাল এলাকায় ব্রিজ নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১কোটি ৯১ লাখ ৫৬ হাজার ৪২৩ টাকা। চলতি ফেব্রুয়ারি মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান কংক্রিট এন্ড স্টিল টেকনোলজিকে ব্রিজ নির্মাণের কার্যাদেশ দিলেও সড়ক ও জনপথ অধিদপ্তরের অনুমোদন পেতে দেরি হওয়ার কয়েক মাস বিলম্ব হয়।

 

ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকৌশলী ইমরুল কায়েস বলেন, বর্তমানে ফুট ওভারব্রিজের কংক্রিট অংশের কাজ চলছে এ কাজ শেষ হলে ব্রিজের দ্বিতীয় অংশের স্টিল স্ট্রাকচার এর কাজ শুরু হবে। কাজ শুরু হয়েছে ১ সেপ্টেম্বর আশা করা যায় বাকি কাজ দেড় মাসের মধ্যে শেষ হবে।

 

রংপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী বলেন, ফুটওভার ব্রিজে আরও আগে শেষ হতো জমি নিয়ে জটিলতা এবং সড়ক ও জনপথ অধিদপ্তরে অনুমোদন পেতে দেরি হওয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করেছে তবে চলতি বছর ফুটওভার ব্রিজ পথচারীরা ব্যবহার করতে পারবে বলে তিনি আসাবাদ ব্যক্ত করেছেন ।

 

পথচারীরা বলেন, রংপুর সিটি করপোরেশন ফুটওভার ব্রিজ নির্মাণ করে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে মেয়রের এটি মহৎ উদ্যোগ। এখানে এই প্রথম নির্মাণ হচ্ছে। যা পথচারী মানুষের সড়ক পারাপারে সহায়ক হবে। কেন্দ্রীয় বাস টার্মিনাল ও সিটি বাজার এলাকায় পথচারীদের চলাচলের সুবিধার্থে এই ২টি ফুট ওভার ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছে।

 

রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সব নাগরিক ও সেবাদানকারী প্রতিষ্ঠান সাহায্য সহযোগিতা প্রয়োজন সিটি বাজার এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে সেটি আগে পুলিশ লাইন্স এলাকায় নির্মাণের প্রস্তাব ছিল। এজন্য পুলিশ প্রশাসনের কাছে ছবি চাওয়া হয়েছিলো কিন্তু তারা তা দিতে অপারগতা প্রকাশ করায় পরে বাধ্য হয়ে রংপুর সিটি করপোরেশনের সামনে স্থাপন করা হচ্ছে। শুধু তাই নয় ফুটওভার ব্রিজ করার জন্য সড়ক ও জনপথ অধিদপ্তর অনুমোদন নিতে প্রায় সাত মাস অপেক্ষা করতে হয়েছে।

 

 

নিয়মিত আপডেট পেতে

শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *