রংপুরের দুই কলেজে পাশের হার শূন্য

রংপুরের দুই কলেজে পাশের হার শূন্য

রিপোর্টারঃ জীবন চন্দ্র রায়

 

 

এবারে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় পাশের হার ৯২ দশমিক ৪৩ শতাংশ। গত বছর করোনার কারণে সবাইকে অটো পাশ দেওয়া হয়েছিল। ফলে সবাই পাশ করেছিল। এছাড়া বিগত ৭ বছরের মধ্যে এবারই সর্বোচ্চ পাশের হার।

 

পাশের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে। ছাত্র পাশের হার ৯০ দশমিক ৭৪ শতাংশ এবং ছাত্রী পাশের হার ৯৪ দশমিক ১০ শতাংশ। পরীক্ষায় অংশ গ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৩৯৪ জন। এই বোর্ডে এবার ১ লাখ ৪ হাজার ৪৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় পাশ করেছেন।

 

মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ১৫ হাজার ৯৮৬ জন।

বিভাগের ৮ জেলায় ৬৬৭ কলেজের শিক্ষার্থীরা মোট ২০৩টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এবারে পরীক্ষায় বহিষ্কৃত হয়েছে ৩ জন শিক্ষার্থী। শতভাগ পাশকৃত কলেজের সংখ্যা ৫৩টি, ১০ থেকে ৫০ শতাংশ পাশের সংখ্যা ১০টি কলেজ এবং ৫০ থেকে ৯৯ শতাংশ পাশের সংখ্যা ৬০২টি।

 

তবে শূন্য পাশের হার ২টি কলেজে। এই দুই কলেজেই রংপুরের। এর একটি হচ্ছে গঙ্গাচড়া উপজেলার বড়াইবাড়ি কলেজ। অপরটি হচ্ছে পীরগঞ্জ কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ।

 

 

নিয়মিত আপডেট পেতে শীর্ষ নিউজ ২৪ এ-র সঙ্গে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *