রংপুরের গংগাচড়ায় বিএনপি’র অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল।
রংপুর প্রতিনিধি: চতুর্থ ধাপের ২য় দিন অবরোধ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৩ নভেম্বর) রংপুর মহাসড়কে অবরোধ সমর্থনে নাজমুল-আইয়ুব এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে রংপুরের গংগাচড়া উপজেলা বিএনপি।
জেলার বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, অবরোধের চতুর্থ ধাপের ২য় দিনে মহাসড়কগুলো যানবাহন শূন্য রয়েছে। দূরপাল্লার কোনো বাস নগরী ছেড়ে যায়নি। আঞ্চলিক সড়কগুলোও যানবাহন শূন্য রয়েছে। এতে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। তবে নগরীর সড়কগুলোতে কিছু হালকা যানবাহন চলাচল করছে।
এদিকে, অবরোধের সমর্থনে রংপুর মহাসড়কে অবরোধ সমর্থনে গংগাচড়া উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক নাজমুল হুদা ও সদস্য সচিব আইয়ুব আলী’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।