যে রেকর্ডের একমাত্র মালিক বিজয়, ক্রিকেট বিশ্বের

 

শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :

এনামুল হক বিজয়

এবারের লিগে শুরু থেকে শেষ ম্যাচ পর্যন্ত বিজয়ের ব্যাটে ছিল রান ফোয়ারা। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আজ (বৃহস্পতিবার) শেষ ম্যাচেও খেলেছেন ৮৫ বলে ৯৬ রানের দারুণ এক ইনিংস। ৪ রানের জন্য মিস করেছেন এবারের আসরের নিজের চতুর্থ সেঞ্চুরি। মৌসুম শেষে ১৫ ম্যাচ তার নামের পাশে ১ হাজার ১৩৮ রান, যা কিনা বিশ্বেই বিশ্ব লিস্ট-এ ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ!

 

মাইলফলকে পৌঁছতে তিনটি সেঞ্চুরি ও নয়টি হাফসেঞ্চুরি করেছেন তিনি। ছিল সর্বোচ্চ ১৮৫ রানের একটি ইনিংস।

 

 

 

নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার এনামুল হক বিজয়। ক্রিকেট ইতিহাসে রেকর্ড গড়েছেন তিনি। লিস্ট-এ ক্রিকেটে এক মৌসুমে বিশ্বে এখন সর্বোচ্চ রান তার দখলে। এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) দারুন পারফর্ম করে এই রেকর্ড গড়লেন তিনি।

 

 

 

 

 

(২৮ এপ্রিল) শেষ হচ্ছে ডিপিএল ২০২১-২২ মৌসুম। এ মৌসুমে প্রথমবারের মতো লিগ শিরোপা জিতেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। আর ব্যক্তিগত পারফরম্যান্সে অনন্য নজির স্থাপন করেছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এনামুল হক বিজয়।

 

 

 

অনবদ্য ফর্মে থাকা বিজয় এবার ডিপিএলের এক মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙার পর প্রথমবারের মতো হাজার রানের মাইলফলকে পৌঁছেন। পরে পরিসংখ্যান ঘেঁটে দেখা গেল, লিস্ট-এ ক্রিকেটে শুধু বাংলাদেশ কেন, বিশ্বেই কারো এক হাজার রান করার নজির নেই!

 

এতদিন লিস্ট-এ ক্রিকেটে এক টুর্নামেন্টে সর্বোচ্চ রান করার কীর্তি ছিল সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার টম মুডির। যিনি ১৯৯১ সালে ইংল্যান্ডের সানডে লিগে ওয়ারউইকশায়ারের হয়ে ১৫ ম্যাচে করেছিলেন ৯১৭ রান। ১৯৯০ সালে একই টুর্নামেন্টে সমারসেটের হয়ে জিমি কুক ১৬ ম্যাচে করেছিলেন ৯০২ রান।

 

 

 

 

 

২০১০ সালে প্রো-ফর্টি লিগে ইয়র্কশায়ারের হয়ে ১৩ ম্যাচে ৮৬১ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার জ্যাক রুডলফ। ১৯৯৩ সালে সানডে লিগে কেন্টের হয়ে ১৬ ম্যাচে ৮৫৪ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটার কার্ল হুপার।

নিয়মিত আপডেট পেতে

শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *