যেভাবে চিনবেন আসল চামড়াজাত পণ্য, জেনে রাখুন !
শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :
আজ আমরা আসল চামড়া চিনবেন কীভাবে তা নিয়ে আলোচনা করবো। আসল চামড়াজাত পণ্য কিনতে আপনাকে মোটা দাগে কিছু বিষয় জানতে হবে।
বাংলাদেশসহ যেকোনো দেশেই চামড়াজাত দ্রব্যের চাহিদা অনেক। বাংলাদেশে চামড়াজাত পণ্যের মধ্যে জুতা, স্যান্ডেল, ব্যাগ, জ্যাকেট, টুপি, বেল্ট, ডায়েরির কভার ইত্যাদি বেশি চোখে পড়ে। এসব পণ্যের বিশ্ব বাজারের আকার প্রায় ২২ হাজার কোটি ডলার।
তাই বাংলাদেশ সরকার চাইলে এই খাতটি হতে পারে গার্মেন্টসের মতো সম্ভাবনাময়। তবে হতাশার বিষয় গেল কয়েকটি বছর বাংলাদেশে কাঁচা চামড়ার বাজারে ঝস নেমেছে। কোরবানীর ঈদে দেশে প্রচুর চামড়া তৈরি হয়। আগে এ সব চামড়া অনেক দামে বিক্রি হত। তবে গেল কয়েক বছর চামড়া বিক্রি না করে অনেকেই তা ফেলে দিতে দেখা গেছে। এই খাতকে আরও গুরুত্ব দিলে বিশ্ব বাজারে ঢুকতে পারবে বাংলাদেশ।
চামড়ার দাম কম হলেও দেশে চামড়াজাত পণ্যের দাম কিন্তু কম নয়। অনেক চড়া দামের পণ্য এখানে বিক্রি হতে দেখা যায়। তবে দেশের কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় চামড়াজাত পণ্যের সঙ্গে রেক্সিনও ব্যবহার করে থাকেন। এতে করে পণ্যের মান যেমন নষ্ট হয়। তেমনি এটি ব্যবহার স্বাস্থ্যসম্মত নয়। কেননা রেক্সিনের তৈরি পণ্য ব্যবহারের কারণে ত্বকে চর্মরোগসহ নানা সংক্রমণ দেখা দেয়।
তাই বাজারে বা বিভিন্ন দোকানে যে চামড়াজাত পণ্য বিক্রি করা হচ্ছে, তা আসল না নকল তা জানা জরুরু।
প্রাকৃতিকভাবেই চামড়ায় ফাইবার থাকে। যে কারণে চামড়ার তৈরি পণ্যে আঁচড় দিলেই সেই ফাইবার চোখে পড়বে। কিন্তু রেক্সিনের তৈরি পণ্যে তেমনটি হবে না। রেক্সিনে কোনো-না-কোনো ফেব্রিক ব্যবহার করে তার ওপর পলিমার দিয়ে কোটিং করা হয়। এ জন্য রেক্সিনের তৈরি পণ্যটি ওল্টালেই কাপড় বা নেটের আস্তরণ পাওয়া যায়। কিন্তু চামড়ার তৈরি পণ্য, যেমন: জুতা বা ব্যাগে দেখবেন এমন কোনো কিছু নেই।
চামড়ার তৈরি পণ্যে চকচকে ভাবটা একেবারেই কম। প্রাকৃতিকভাবেই চামড়া কখনো মসৃণ হয় না। যে কারণে চামড়ার তৈরি পণ্যের উপরিভাগে ছোটখাটো ত্রুটি দেখা যায়। অন্যদিকে কৃত্রিম হওয়ার কারণে রেক্সিনের পণ্য হয় নিখুঁত।
চামড়ার পুরুত্ব অনেক বেশি। যে কারণে চামড়ার তৈরি পণ্য বেশ পুরু বা মোটা হয়। কিন্তু রেক্সিনের পুরুত্ব অনেক কম।
আবার লাইটার জ্বালিয়েও চামড়াজাত পণ্য পরীক্ষা করা যায়। এ ক্ষেত্রে খেয়াল করবেন, চামড়া সহজে পুড়ে যাবে না। পণ্যটি রেক্সিনের হলে তা কুঁচকে যাওয়ার আশঙ্কা থাকে।
এ ছাড়া আসল চামড়া চেনার সবচেয়ে সহজ পদ্ধতি হলো স্পর্শ। আসল চামড়াজাত পণ্যে স্পর্শ করলে বা হালকা চাপ প্রয়োগ করলে ভাঁজ পড়বে। সেই সঙ্গে আসল চামড়ায় মিলবে প্রাকৃতিক এবং ভারী অনুভূতি।
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।