যুব ঐক্য পারিষদের এিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কুড়িগ্রামে যুব ঐক্য পারিষদের এিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ।

মোবাশ্বের নেছারী কুড়িগ্রাম প্রতিবেদক, শীর্ষ নিউজ২৪.কম

বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার কুড়িগ্রাম শেখ রাসেল অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ এর সহ-সভাপতি সুবল ঘোষ।

সম্মেলনের সভাপতিত্ব করেন, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক জয়ন্ত রায়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ এর যুগ্ম সাধারণ সম্পাদক রমেন মন্ডল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল সাহা ।

সাংগঠনিক সম্পাদক গোপাল বর্মন, সমাজ কল্যাণ সম্পাদক দীপন বনিক আকাশ । প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এস এম ছানালাল বকসী, সাধারণ সম্পাদক অলক সরকার, আলোচকরা বলেন সামনে নির্বাচন এই সময়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে ।

কেননা নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘুদের উপর হামলা ও নির্যাতনের ঘটনা ঘটে । এক্ষেত্রে যুব ঐক্যপরিষদ আরো সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ হতে হবে। তবেই এসকল অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি বন্ধকরা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *