চাঞ্চল্যকর ও আলোচিত দিনাজপুরের চিরিরবন্দর এলাকায় যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১৩
মোঃ জুয়েল ইসলাম ক্রাইম রিপোর্টার রংপুরঃ বিভাগ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
গত ১৩ জুন ২০২২ তারিখে বিকাল আনুমানিক ০৩.০০ ঘটিকায় ভিকটিম মাজেদুর রহমান (৩০) বাড়ি হতে কাজের জন্য বের হয়। এরপর ভিকটিম সময় মত বাড়ীতে ফিরে না আসায় তার পরিবারের লোকজন খেঁাজা-খুজির এক পর্যায় ১৪ জুন ২০২২ তারিখে রাত্রি আনুমানিক ০১.৩০ ঘটিকায় জানতে পারে যে, ভিকটিম আহত অবস্থায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুরে ভর্তি আছে। তাৎক্ষনিক ভিকটিমের বাবা হাসপাতালে এসে দেখতে পায় যে, তার ছেলের মৃত দেহ হাসপাতালের মর্গে আছে।
হাসপাতালে উপস্থিত ভিকটিমের বন্ধুদের কাছ থেকে জানতে পারে যে, গত ১৪ জুন ২০২২ তারিখে রাতে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানাধীন আমবাড়ী বাজারে পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে অন্যান্য সহযোগীদের সহায়তায় মোঃ মাজেদুর (৩৫) ধারালো হাসুয়া ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ীভাবে উপর্যুপরি কুপিয়ে ভিকটিম মাজেদুর রহমান (৩০)’কে নির্মমভাবে হত্যা করে।
ঘটনার পর থেকে গ্রেফতারকৃত অভিযুক্তসহ সবাই পলাতক ছিল। এর পরিপ্রেক্ষিতে ভিকটিমের বাবা দিনাজপুর জেলার চিরিরবন্দর থানায় মামলা নং-১৮ তারিখ ১৪/০৬/২০২২ ধারা-৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০ ধারায় একটি হত্যা মামলা রুজু করে। ঘটনাটি এলাকায় এবং গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে উক্ত ঘটনাটি নিয়ে র্যাব জড়িতদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই পরিপ্রেক্ষিতে, অদ্য ২৪ জুন ২০২২ খ্রিঃ মধ্যরাতে র্যাব-১৩ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির নিবিড় ব্যবহার এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে বগুড়া জেলার কোতয়ালী থানাধীন জহরুলনগর আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে চিরিরবন্দরের মাজেদুর রহমান (৩০), পিতা-আজিমুল হক হত্যা মামলার প্রধান আসামী মোঃ মাজেদুর (৩৫), পিতা-মৃত ফয়জুল হক, থানা-পার্বতীপুর, জেলা-দিনাজপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মোঃ মাজেদুর (৩৫) উক্ত হত্যার সাথে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে এবং হত্যার সম্পূর্ণ ঘটনা সে বর্ণনা করে। গত ১৪ জুন ২০২২ তারিখ দিনাজপুর জেলার পার্বতীপুর থানাধীন আমবাড়ী বাজার থেকে ভিকটিম কাজকর্ম শেষে মোটরসাইকেল যোগে বাড়ীর উদ্দেশ্যে রাত্রী আনুমানিক ১২.১০ ঘটিকায় চিরিরবন্দর থানাধীন আমতলী বাজারে পাকা রাস্তার উপর এসে পেঁৗছালে আসামী মাজেদুর (৩৫)সহ অন্যান্য সহযোগীদের সাথে ধারালো অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিমকে এলোপাতাড়িভাবে কুপিয়ে নিমর্মভাবে হত্যা করে। গ্রেফতারকৃত আসামী মাজেদুর (৩৫) এর নামে ০২টি অস্ত্র মামলা এবং ০৩টি মারামারি মামলা রয়েছে।
উপরোক্ত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন এবং অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য র্যাবের ছায়াতদন্ত চলমান রয়েছে।