যা বললেন শিক্ষামন্ত্রী, শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি নিয়ে

শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :

দীপু মনি বলেন, আমরা দেখতে পাচ্ছি করোনা সংক্রমণের হার কমছে। এটা ভালো খবর। আমরা আশা করছি, এর হার আরও কমবে। শিক্ষার্থীদের শিক্ষাজীবন আর যাতে ব্যাহত না হয়, সেজন্য শ্রেণিকক্ষে যে পাঠদান বন্ধ আছে; আশা করছি, সেটা আর বাড়াতে হবে না।

 

তিনি বলেন, করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে আগামীকাল (রোববার) আমাদের একটি বৈঠক হওয়ার কথা ছিল। তবে সেটি আরও দুইদিন পরে মঙ্গলবার হওয়ার কথা। সেখানে আমরা সার্বিক অবস্থা পর্যালোচনা করবো।

 

মন্ত্রী আরও বলেন, আমরা কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শ করে এর আগেও বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত নিয়েছি, সামনেও নেবো।

শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আর বাড়বে কি না তা জানা যাবে মঙ্গলবার। ঐ দিন করোনাভাইরাস প্রতিরোধবিষয়ক জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা শেষে এটি চুড়ান্ত হবে।

 

তবে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আর না বাড়ানোর ইঙ্গিত দিলেন তিনি। জানান, এ নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। করোনাভাইরাস প্রতিরোধবিষয়ক জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা শেষে বিষয়টির সিদ্ধান্ত আসবে বলে জানান তিনি।

 

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ‘ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন্স কনফারেন্স’র সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ সব কথা জানান।

নিয়মিত আপডেট পেতে

শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *