সোমবার রাতে ফিফা গত বছরের সেরা পুরুষ এবং নারী খেলোয়াড়দের পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থার (ফিফা) বর্ষসেরা পুরস্কারের দৌড়ে এগিয়ে আছেন লিওনেল মেসি, রবার্ট লেভানডোভস্কি ও মোহামেদ সালাহ।
সেই তালিকায় আছেন পোল্যান্ডের তারকা ফুটবলার রবার্ট লেভানডোভস্কি। গত বছরও সেরার দৌড়ে ছিলেন এই পোলিশ তারকা। তার সঙ্গে আছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও মিসরের তারকা ফুটবলার মোহামেদ সালাহ।